শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘তোমরা আন্দোলন কর, কিন্তু শিক্ষা ছেড়ো না। খুব দুঃখ লাগে দলের ছেলে-মেয়েগুলো ছাত্রলীগ-যুবলীগ করে চাকরিও করতে পারে না, ব্যবসাটাও করতে পারে না। সামান্য ব্যবসা করতে গেলেও তাদের দুর্নাম হয়, চাকরি তারা সহজে পায় না।’
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদের জন্য নবনির্মিত সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘তারা (ছাত্রলীগ কর্মী) পলিটিক্সের জ্ঞান অর্জন করেছে, উই হ্যাভ টু থিংক, আমি শিক্ষকদেরকে অনুরোধ করব এই যে বড় একটা রিসোর্স তাদেরকে কীভাবে সত্যিকার অর্থে দেশের উন্নয়নে কাজে লাগানো যায় সে উপায় বের করতে হবে। তাদের অনেক স্পিরিট আছে, কমিউনিকেশন স্কিল আছে, তাদের কীভাবে এসব জায়গায় সম্পৃক্ত করা যায় সে পন্থা বের করতে হবে। ‘
বঙ্গবন্ধুকে স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিয়ে গেছেন। তার স্বপ্ন ছিল এই দেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলা। এবং তা অল্পদিনের মধ্যেই তিনি প্রমাণ করেছেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ‘
মন্ত্রী বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনেক আন্তরিকতা ও ইচ্ছা আছে। যার ফলে এতো সুন্দরভাবে একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে।
এই বিশ্ববিদ্যালয়ের যে পরিকল্পনাগুলো নেয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন হলে অবকাঠামোর আর অভাব থাকবে না। এ বিশ্ববিদ্যালয়ের সকলের লিডারশিপের জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি জেনে আনন্দিত যে, এ ধরনের কাজ করতে গিয়ে তারা কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়নি। এজন্য এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে সহযোগীতা করতে হবে। ‘