শুরুটা ভালো করতে পারেনি লিওনেল মেসির দল আর্জেন্টিনা৷ সৌদি আরবের সাথে ২-১ গোলে হারের পর বিশ্বকাপের স্বপ্ন দেখা দলটির শেষ ষোলোতে টিকে থাকার লড়াই করে যেতে হচ্ছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার এই অঘটন দিয়ে ভিন্নস্বাদের এক আসরের শুরু৷ জাপানের সাথেও অসুবিধায় পড়েছিলো সাবেক চ্যাম্পিয়ন জার্মানি৷
রাত ১ টায় মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা৷ নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে সর্বোচ্চটা দিয়েই জিততে চাইবে অঘটনের মুখে পড়া দলটি।
সৌদির বিপক্ষে জয় তুলে নিয়েছে পোল্যান্ড, এতে সমীকরণ আরও কঠিন হয়ে গেলো মেসিদের। মেক্সিকোর সাথে জিতলে নকআউট পর্বে যাওয়ার আশা টিকে থাকবে৷
সমীকরণ অনুযায়ী গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্রতে পোল্যান্ডের পয়েন্ট ৪। এক জয় ও এক হারে সৌদি আরবের পয়েন্ট ৩। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা হেরে গেলে মেক্সিকোর পয়েন্ট হবে পোল্যান্ডের সমান ৪। তখন আর্জেন্টিনা তাদের পরের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয় পেলেও তাদের পয়েন্ট হবে ৩। আর দুই ম্যাচ শেষে মেক্সিকো ও পোল্যান্ডের ৪ পয়েন্ট থাকায় বাদ পড়বে আর্জেন্টিনা।
শেষ পরিণতি যা হতে পারে
আর্জেন্টিনা-মেক্সিকোর ম্যাচে সম্ভাব্য স্কোর ধরা হচ্ছে ২-০। অর্থাৎ আর্জেন্টিনা ২ গোল করেই মেক্সিকোকে হারাবে বলেই প্রত্যাশা সমর্থকদের৷
সবমিলিয়ে আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যে এ পর্যন্ত ৩০ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৫ টি জিতেছে আর্জেন্টিনা, ৩ ম্যাচ মেক্সিকো জয় তুলে নিলেও বাকি ১২ ম্যাচ ড্র দিয়েই শেষ হয়। সেই হিসেবে জয়ের লক্ষ্যে এগিয়ে আছে আর্জেন্টিনা৷