সমালোচনা এড়াতে আগামী জাতীয় নির্বাচনে ব্যালট সকালে কেন্দ্রে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
রবিবার (২০ আগস্ট) সকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি কমিশনার বলেন, নির্বাচন নিয়ে নানা অনিশ্চয়তা, চ্যালেঞ্জ আছে, থাকবে। নির্বাচন কমিশন এসব মোকাবেলা করে কাজ করবে।
রাজনৈতিক অস্থিরতা নিয়ে নির্বাচন কমিশনে কিছু করার নেই উল্লেখ করে তিনি বলেন, তবে প্রশমিত হবে। নির্বাচন কমিশন মনে করে, বিএনপি ইসিকে আস্থায় নেবে এবং ভোটেও অংশ নেবে।
রাশেদা সুলতানা জানান, ভোট নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো মহল থেকে চাপ নেই। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশিক্ষণ শুরু হবে আগামী মাসে। এরপর ১০/১২ লাখ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে।