শনিবার, ২ আগস্ট, ২০২৫

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল

-বিজ্ঞাপণ-spot_img

উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তা করতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন ভারতের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তারা হাসপাতালে প্রবেশ করেছেন বলে বার্ন ইনস্টিটিউটের তথ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে।

এর আগে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কমিশন সূত্রে জানা যায়, চার সদস্যের ভারতীয় চিকিৎসা প্রতিনিধিদলের মধ্যে দুজন দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক আর অন্য দুজন নার্স রয়েছেন। ঢাকায় আসা ভারতীয় চিকিৎসকেরা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ বার্ন ও প্লাস্টিক সার্জন। দুটি হাসপাতালই ভারতের অন্যতম প্রথিতযশা সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত।

এদিকে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধিদলটি মাইলস্টোন বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার পাশাপাশি প্রয়োজনে ভারতে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করবেন।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে (২৩ জুলাই) ঢাকায় পৌঁছান সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

এদিকে বিভিন্ন দেশ থেকে সহায়তার কথা বলা হচ্ছে জানিয়ে ইনস্টিটিউটটির পরিচালক নাসির উদ্দিন বলেন, ভারত, আমেরিকা, চীনসহ বিভিন্ন দেশে থাকা আমাদের দেশের বিশেষজ্ঞরা চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা করতে চান। এই মুহূর্তে আমরা যে প্রটোকল নিয়ে আগাচ্ছি, আমরা মনে করি এই প্রটোকল নিয়েই সামনে আগাবো। তবে চিকিৎসার বিষয়ে যেকোনো ভালো পরামর্শ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্যমতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ জন প্রাণ হারিয়েছেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ভারতের ‘অপারেশন মহাদেব’ সম্পূর্ণ বানোয়াট : পাকিস্তান

গত সপ্তাহে ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে ‘অপারেশন মহাদেব’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে দেশটির সেনা-আধাসামরিক-পুলিশ সমন্বিত বাহিনী। আর সেটিকে ‘সম্পূর্ণ বানোয়াট’ এবং ‘মিথ্যা ও...

আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনো ভাবেই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (২ আগস্ট) রাজধানীর...

কাউন্টিতে খেলার প্রস্তাব পেলেন নাহিদ, যাওয়া নিয়ে অনিশ্চয়তা

নাহিদ রানা বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসার নাম। ডান হাতি এই পেসার অল্প সময়ের মধ্যে হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। এরই মাঝে ইংল্যান্ডের...

নোবিপ্রবিতে শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক (সাময়িক বহিষ্কৃত) বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে এবং হাইকোর্ট কর্তৃক তার...

সম্পর্কিত নিউজ

ভারতের ‘অপারেশন মহাদেব’ সম্পূর্ণ বানোয়াট : পাকিস্তান

গত সপ্তাহে ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে ‘অপারেশন মহাদেব’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে দেশটির...

আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনো ভাবেই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র...

কাউন্টিতে খেলার প্রস্তাব পেলেন নাহিদ, যাওয়া নিয়ে অনিশ্চয়তা

নাহিদ রানা বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসার নাম। ডান হাতি এই পেসার অল্প...