জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে ’আধিপত্যবাদ বিরোধী’ মঞ্চের ব্যানারে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় গণিত বিভাগের শিক্ষার্থী শাফায়েত মীর বলেন, ‘ফিলিস্তিনের আজাদী আন্দোলন এখন আর ফিলিস্তিনের একার না, তা সারা বিশ্বের আন্দোলনে রূপ নিয়েছে। ফিলিস্তিনের আজাদী আন্দোলনে বাংলাদেশের ছাত্র-জনতা সবসময় সাড়া দিবে।’
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসান বলেন, ’আমরা বাংলাদেশকে যেভাবে জুলুমমুক্ত করেছি, সেভাবে ফিলিস্তিনসহ পুরো বিশ্বকে একদিন জুলুমমুক্ত করব। আজ হোক বা কাল, ফিলিস্তিন স্বাধীন হবেই হবে।’
গায়েবানা জানাজায় ইমামতি করেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী তারেকুল ইসলাম।জানাজা শেষে কান্নাজড়িত কণ্ঠে ফিলিস্তিনের আজাদীর জন্য দোয়া করেন শিক্ষার্থীরা।