প্রথম ম্যাচ হারের পর দুই ম্যাচই আর্জেন্টিনার জন্য ছিলো বাঁচা মরার লড়াই। পা হড়কালেই বাড়ি ফেরার টিকেট ধরতে হতো বিশ্বকাপের হট ফেভারিটদের। সেই বিপদটা অনেকটা দাপটের সাথেই পার করেছে আর্জেন্টাইনরা। লিওনেল মেসির সাথে কাঁধ মিলিয়ে নান্দনিক ফুটবল খেলেছে পুরো দল। তবে, এই দাপুটে জয়ের সাথে কিঞ্চিৎ বিতর্কও উঠেছে। যার কেন্দ্রে ছিলেন স্বয়ং মেসি।
বিতর্কের উৎস ছিলো মেক্সিকান বক্সার ক্যানেলা আলভারেজ। মেক্সিকোর বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার ড্রেসিং রুমে মেক্সিকোর জার্সিকে অপমাণিত করেছেন মেসি- এমনই দাবি করেছিলেন এই বক্সার। এই ভিডিও ফুটেজে দেখা যায়, মেক্সিকান জার্সি মেসির পায়ের কাছে পড়ে আছে। সেখান থেকেই ক্ষুব্ধ হন ক্যানেলা।
তবে নিজের বিরুদ্ধে অভিযোগ উঠলেও এতদিন সেটি নিয়ে কোন কথা বলেননি মেসি। অবশেষে মুখ খুললেন মেসি
পোল্যান্ডের বিপক্ষে জিতে নক-আউট নিশ্চিত করার পর আর্জেন্টাইন অধিনায়ক জার্সি ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেন।
সাতবারের বিশ্বসেরা মেসি জানান, ‘আমি মনে করি পুরো ব্যাপারটা ভুল-বোঝাবুঝি। আমাকে যারা চেনে, সবাই জানে, আমি কখনোই অন্যকে অসম্মান করি না। আমার এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। কারণ, আমি মেক্সিকো জাতীয় দল বা মেক্সিকান জনগণকে কখনোই অসম্মান করিনি।’
এদিকে স্বয়ং মেক্সিকান অধিনায়ক আন্দ্রেস গুয়াদ্রাদো মেসিকে সমর্থন দিয়ে বলেন, ‘প্রকাশ হওয়া ভিডিওতে যেটি দেখা গেছে, সেটি অস্বাভাবিক কিছুই নয়। সাধারণত ফুটবলের ড্রেসিং রুমে এমন হতেই পারে। এছাড়া ব্যাপারটি মেসির পুরোপুরি অনিচ্ছাকৃত।’