সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
Homeজাতীয়জ্ঞান-বিজ্ঞানে এবং প্রযুক্তিতে তরুণরাই বাংলাদেশের হাল ধরবে: শিক্ষামন্ত্রী

জ্ঞান-বিজ্ঞানে এবং প্রযুক্তিতে তরুণরাই বাংলাদেশের হাল ধরবে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী ঘোষিত দিনবদলের সনদ এবং চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, তরুণদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ বির্নিমাণে আরো গতিশীল হবে। জ্ঞান-বিজ্ঞানে এবং প্রযুক্তিতে এই তরুণরাই বাংলাদেশের হাল ধরবে।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর পুলিশ লাইনসে জেলা পুলিশের ফ্যামেলি ডে’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীদের শিখন ঘাটতি কোথায় কি হয়েছে, সেই গবেষণার ফলাফল পেয়েছি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার কার্যক্রমের সাথে যারা জড়িত সকলকে নিয়ে আমরা বসবো।

শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে পরিপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সামনে মন্ত্রিপরিষদ বৈঠকে রয়েছে, সেখানেই চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হবে বলেও জানান ডা. দীপু মনি।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, এনএসআই উপ-পরিচালক শেখ আরমা আহমেদ, পুলিশ নারী কল্যাণ সমিতির জেলার সভানেত্রী আফসানা শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রমুখ।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ