বুধবার, ১২ মার্চ, ২০২৫

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বাড়ছে গণপরিবহন ও লঞ্চের ভাড়া

-বিজ্ঞাপণ-spot_img

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে গণপরিবহন ও লঞ্চের ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

শনিবার সকাল থেকে সরকার নির্দেশিত নতুন দাম কার্যকর হওয়ায় সড়ক ও নৌ উভয় রুটের পরিবহন খাতের জ্বালানি খরচ ১৩ দশমিক ১৬ থেকে ১৯ দশমিক ১৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স ডিভিশনের এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১১৪ টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে ১৩০ ও ১৩৫ টাকা লিটারে বাড়িয়েছে সরকার।

বিশ্লেষণ অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ৩৪ টাকা বৃদ্ধির ফলে প্রতি কিলোমিটার যাত্রীপ্রতি ৫২ সিটের দূরপাল্লার বাস ভাড়া ০.২৯২ টাকা বা ১৬ দশমিক ২২ শতাংশ বাড়বে এবং শহর এলাকায় ৫২ সিটের বাসের ভাড়া ০.২৮৩ টাকা বা ১৩ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পাবে।

জ্বালানি বিভাগের তথ্যানুসারে, একইভাবে ডিজেল চালিত মোটর লঞ্চের প্রতি কিলোমিটার যাত্রীপ্রতি ভাড়া ০.৪২ টাকা বা ১৯.১৮ শতাংশ বাড়তে পারে।

বিশ্লেষণ অনুসারে, প্রতি কিলোমিটার দূরপাল্লার বাসের ভাড়া বর্তমান ১.৮০ টাকার বিপরীতে ২.০৯২ টাকা হতে পারে।

একটি সিটি কোচের জন্য, বর্তমান ২.১৫ টাকা থেকে প্রতি কিলোমিটার যাত্রীপ্রতি ভাড়া বেড়ে ২.৪৩ টাকা হবে।

একইভাবে প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া বর্তমান ২.১৯ টাকা থেকে বেড়ে ২.৬২ টাকা হবে বলে জ্বালানি বিভাগ জানিয়েছে।

সর্বশেষ ২০২১ সালের ৪ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছিল।

শুক্রবার জ্বালানি বিভাগ জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পেট্রোলিয়ামের দাম সামঞ্জস্য করেছে। কারণ বিশ্ব বাজারে এগুলোর দাম দেশের তুলনায় অনেক বেশি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘যতদিন সম্ভব হয়েছে সরকার জ্বালানির দাম বাড়ায়নি। এখন বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু সমন্বয় করতে হবে।’

তবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে পরিস্থিতির কোনো উন্নতি হলে দাম কমতে পারে বলে কিছুটা আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘২০১৬ সালের এপ্রিল মাসে সরকার জ্বালানির দাম কমায়। পরিস্থিতি স্বাভাবিক হলে সেই অনুযায়ী জ্বালানির দাম সংশোধন করা হবে।’

নসরুল হামিদ আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অনেক দেশই নিয়মিত দামের সমন্বয় করছে।

এছাড়াও, বিপিসি ইতোমধ্যে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত ছয় মাসে পেট্রোলিয়াম বিক্রিতে আট হাজার ১৪ দশমিক ৫১ কোটি টাকা লোকসান করেছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ইয়ামালের জাদুতে মুগ্ধ বিশ্ব, তবে কী মেসির উত্তরসুরি হতে যাচ্ছেন!

ইউরো টুর্নামেন্টে এক স্পেনিশ তরুণ যেন আলাদা করেই দ্যুতি ছড়াচ্ছেন। সেই তরুণের পায়ের জাদুতে দর্শকরা মুগ্ধ হচ্ছেন। সেই তরুণ ফুটবলারের নাম লামিন। ইয়ামাল বর্তমান...

পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার পর দুর্ঘটনায় নিহত শ্রমিক, মহাসড়ক অবরোধ করলেন সহকর্মীরা

গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার তার সহকর্মীরা। বুধবার (১২...

আবারও বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় আওয়ামী সরকারের ‘দালাল’ খ্যাত লাকি আক্তার

সময়টা ২০১৩। শাহবাগ মোড় দখল করে চলতো আন্দোলন- স্লোগানের পর স্লোগান। কিন্তু সেইসব স্লোগানে কিংবা আন্দোলনে উঠে আসেনি দেশের সাধারণ মানুষের দাবি দাওয়া। তাহলে...

যমুনার দিকে পদযাত্রা, পুলিশের বাঁধার মুখে সড়কে শুয়ে পড়লেন শিক্ষকরা

কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। সকালে তারা পদযাত্রা কর্মসূচি শুরু করলে পুলিশ বাধা...

সম্পর্কিত নিউজ

ইয়ামালের জাদুতে মুগ্ধ বিশ্ব, তবে কী মেসির উত্তরসুরি হতে যাচ্ছেন!

ইউরো টুর্নামেন্টে এক স্পেনিশ তরুণ যেন আলাদা করেই দ্যুতি ছড়াচ্ছেন। সেই তরুণের পায়ের জাদুতে...

পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার পর দুর্ঘটনায় নিহত শ্রমিক, মহাসড়ক অবরোধ করলেন সহকর্মীরা

গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক...

আবারও বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় আওয়ামী সরকারের ‘দালাল’ খ্যাত লাকি আক্তার

সময়টা ২০১৩। শাহবাগ মোড় দখল করে চলতো আন্দোলন- স্লোগানের পর স্লোগান। কিন্তু সেইসব স্লোগানে...
Enable Notifications OK No thanks