শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeআন্তর্জাতিকটিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক

টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক

দুর্নীতির অভিযোগ ওঠার পর তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। এবার তাকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন আলোচিত মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিজের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) এই প্রতিক্রিয়া দেন ইলন।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এক্সে মারিও নাউফালের টিউলিপকে নিয়ে লেখা একটি টুইট শেয়ার করেন ইলন। সেখানে তিনি লিখেছেন, ‘লেবার পার্টির শিশুকল্যাণ মন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয়, আর দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।’

যদিও টিউলিপ সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সরকারকে বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে দূরে রাখতে তিনি পদত্যাগ করেছেন। তবে সমালোচকরা টিউলিপ ও তার পরিবারের সঙ্গে সম্পর্কিত সম্পত্তি এবং বাংলাদেশি অবকাঠামো প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার দ্রুত টিউলিপের স্থলাভিষিক্ত হিসেবে এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন।


spot_img

সর্বশেষ

আরও সংবাদ