ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে শুক্রবার আবারও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।
টসে জিতে স্বাগতিকরা প্রথমে বোলিং করে ২৩৪ রানে টাইগারদের গুটিয়ে দেয়। জবাবে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন শেষে বিনা উইকেটে ৬৭ রান করেছে ক্যারিবীয়রা।
প্রথম উইকেট জচুটিতে তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় ৪১ রান করেন।তবে ৩১ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন জয়।অন্যদিকে ভালো সূচনা সত্ত্বেও ৬৭ বলে ৪৬ রান করে আউট হন তামিম ইকবাল।
দলের পক্ষে নাজমুল হোসেন শান্ত যোগ করেন মাত্র ২৬ রান। এদিকে দীর্ঘ ৮ বছর পর টেস্টে ফিরে মাত্র ২৩ রানে আউট হন এনামুল হক বিজয়।
দলের হয়ে সর্বোচ্চ রান ৫৩ করেছেন লিটন দাস। কিন্তু সাকিব আল হাসান, নুরুল হাসান এবং মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে ভালো করতে ব্যর্থ হয়েছেন।
শেষদিকে এবাদত হোসেন ও শরিফুল ইসলামের যথাক্রমে ২১ ও ২৬ রান, দলীয় স্কোর ২০০ পেরোতে বেশ অবদান রেখেছে।