বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

ডেঙ্গু নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না: স্বাস্থ্যমন্ত্রী

-বিজ্ঞাপণ-spot_img
- বিজ্ঞাপণ-

ডেঙ্গু নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয় মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বরং ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ। 

সোমবার (২৪ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস কে-৮০ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করা আমাদের কাজ নয়, আমাদের কাজ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ জনগণকে অবহিত করা।

তিনি বলেন, মানুষের জ্বর বিভিন্ন কারণে হতে পারে, আমরা বলেছি জ্বর হলে দ্রুত পরীক্ষা করাতে। আপনারা জানেন আমরা সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০ টাকা করে দিয়েছি। আমরা দেখছি ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ঢাকা শহরে ডেঙ্গু রোগীর সঙ্গে সঙ্গে সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের মূল কথা হলো ডেঙ্গু মশা কমাতে হবে, তাহলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে যাবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে হলে শুধু বর্ষা মৌসুমে নয়, ঢাকা সিটি কর্পোরেশন ও বিভিন্ন পৌরসভায় মশা নিধনের কাজটি সারা বছর করতে হবে।

জাহিদ মালেক বলেন, দেশে ডেঙ্গু প্রতিরোধে গবেষণা আবশ্যক হয়ে পড়েছে এবং এ নিয়ে সরকার কাজ করছে। আমরা গবেষণার মধ্যে দিয়ে কীটনাশক, চিকিৎসা এমনকি চিকিৎসা পদ্ধতি পরিবর্তন নিয়ে কাজ করছি। যেসব দেশ ডেঙ্গু রোগ প্রতিরোধে সফলতা অর্জন করেছে তাদের থেকে পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। 

তিনি বলেন, শুধু সরকারকে দোষারোপ করলে চলবে না। নিজের বাড়ির আঙিনা নিজেকেই পরিষ্কার রাখতে হবে। সিটি করপোরেশন এগুলো পরিষ্কার করে দেবে না।

অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন কী কারণে তারা ধর্মঘট ডেকেছে সে বিষয়টি আমার জানা নেই, তাই আমি ভালো কিছু বলতে পারব না। তবে দেশে একটি সমস্যা চলছে, দিনদিন ডেঙ্গু রোগীর সংক্রমণ বাড়ছে। তাই এখন ধর্মঘটের সময় নয়। মানুষের সেবা প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন। তাদের ধর্মঘট আমি মানতে পারছি না। তাদের দাবি নিয়ে আলোচনা করা হবে।

মেডিকেলে পড়ালেখা করে ইদানিং অনেকে বিসিএস দিয়ে প্রশাসন বা পুলিশ ক্যাডারে চলে যাওয়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি মেডিকেলে একজন শিক্ষার্থীকে এমবিবিএস সম্পন্ন করাতে সরকারের কোটি টাকার বেশি খরচ হয়। এগুলো জনগণের করের টাকা। ভবিষ্যতে তারা চিকিৎসক হয়ে জনগণের চিকিৎসা দেবেন। কিন্তু তারা সেটা না করে বিসিএস দিয়ে পুলিশ বা প্রশাসন ক্যাডারে চলে গেলে জনগণের কোটি কোটি টাকার অপচয় হয়। 

- Advertisement -

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে নাজমুল হক প্রমুখ।

শেয়ার করুন
- Advertisement -

সর্বশেষ নিউজ

আহত সার্জিস আলম

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম (২৮)। বুধবার(৫ ফেব্রুয়ারি)...

ধানমন্ডি ৩২ নম্বরে মুজিবের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ভাংচুর অভিযান

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একইসঙ্গে এখনও বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ির সামনে উপস্থিতি ধরে রেখে স্লোগান দিয়ে...

পাঁচদিনের ব্যবধানে ২ বার বাড়লো সোনার দাম

ফেব্রুয়ারির প্রথম দিনে বাড়ানো হয়েছিল সোনার দাম। চারদিনের মাথায় আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২...

নোরা ফাতেহির মৃত্যু গুজব, অভিনেত্রীর টিম থেকে যা জানা গেল

সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে । পাহাড়ের খাদে পড়ে এই অভিনেত্রী মারা গেছেন বলে সেইসব খবরে উল্লেখ করা...

সম্পর্কিত নিউজ

আহত সার্জিস আলম

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে...

ধানমন্ডি ৩২ নম্বরে মুজিবের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ভাংচুর অভিযান

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একইসঙ্গে...

পাঁচদিনের ব্যবধানে ২ বার বাড়লো সোনার দাম

ফেব্রুয়ারির প্রথম দিনে বাড়ানো হয়েছিল সোনার দাম। চারদিনের মাথায় আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা...