ড. ইউনূসের বিরুদ্ধে সই না করায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়াকে চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং।
জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষে আজ মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ইমরান আহমদ ভুঁইয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আছেন। অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়া তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন না। হয় তিনি অ্যাটর্নি জেনারেল অনুমতি নিয়ে কথা বলবেন। নয়তো পদত্যাগ করে তার মতামত প্রকাশ করবেন। শৃঙ্খলা ভঙ্গ করেছেন তিনি।
গতকাল সোমবার শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই করবেন না বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অধ্যাপক ড. ইউনূসের পক্ষে ১৬০ জনের বেশি নোবেল বিজয়ী ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই বিবৃতি দিয়েছেন যে- তাকে বিচার বিভাগীয় হয়রানি করা হচ্ছে। তার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। ওই বিবৃতিতে তিনি সই করবেন না বলেই জানান।