বয়স অনুপাতে অনেকেই শিশু। কেউ কেউ আবার কিশোর। অনেকের পার হয়নি প্রাইমারির গণ্ডি। অথচ আওয়ামী লীগের রাজনৈতিক আয়োজনে তারা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার সম্মেলনে দেখা মিলেছে এমন অনেক শিশুর।
মুন্না পড়ে চতুর্থ শ্রেণিতে। স্কুলে ক্লাস চলছে। অথচ বিদ্যালয়ে না গিয়ে মিছিল নিয়ে এসেছে আওয়ামী লীগের দলীয় সম্মেলনে।
আলাপকালে মুন্না জানায়, ‘বড় ভাইগো সঙ্গে আইছি। তারা আগে কইয়া রাখছিল।’
‘বড় ভাই’দের ডাকে রাজনৈতিক অনুষ্ঠানে আসা এসব শিশুদের গায়ে দেখা গেছে স্থানীয় নেতাদের ছবি সম্বলিত টি-শার্ট। কারও কারও হাতে পোস্টার। অনেকেই আবার দিচ্ছে স্লোগানও।
সম্মেলনে আসা শিশুদের কেউ পায়ে হেঁটে, কেউ পণ্যবাহী পিকআপে চেপে লালবাগ থানার সম্মেলনে এসেছে। কেউ এসেছেন বড় ভাইদের মোটরসাইকেলে চেপে। তাদের কণ্ঠে শোভা পাচ্ছে দল বা ব্যক্তির উদ্দেশ্যে স্লোগানও।
উল্লেখ্য, এর আগেও আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন সভা-সমাবেশে একইভাবে শিশু-কিশোরদের দেখা গেছে।