সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
Homeআন্তর্জাতিকতুরস্কে নাইটক্লাবে আগুন, নিহত ২৭

তুরস্কে নাইটক্লাবে আগুন, নিহত ২৭

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে আগুন লেগে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

মঙ্গলবার (০২ এপ্রিল) শহরের মেয়র একরেম ইমামোগ্লু এই সংবাদ নিশ্চিত করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটা জানান হয়।

ইমামোগ্লু বলেন, দিনের বেলা সংস্কারকাজ চলাকালীন নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৭ জন নিহত এবং ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

মেয়র একরেম ইমামোগ্লু আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের কাছের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শহরের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ