বুধবার, ১৯ মার্চ, ২০২৫

দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কটিয়াদীর ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা

ফজলুল হক বাবু, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

বাংলাদেশের অন্যতম প্রায় ৪শ বছরের প্রাচীন গ্রামীণ মেলা কিশোরগঞ্জের কটিয়াদীর কুড়িখাই মেলা শুরু হয়েছে।

গত সোমবার (১০ই ফেব্রুয়ারি) বিশাল তামার পাতিলে তবারক রান্না আর বাউল-ফকিরের গানের আসরের মধ্য দিয়ে এই মেলা শুরু হয়। সপ্তাহব্যাপী চালু থাকা এই মেলা আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে।

কটিয়াদী উপজেলার কুড়িখাই গ্রাম এলাকার এই মেলাটি কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বড় গ্রামীণ মেলা হিসেবে পরিচিত। প্রাচীন যুগ থেকেই এই মেলাকে ঘিরে উৎসবে মেতে ওঠেছে আশেপাশের সব
এলাকার শিশু-কিশোর, তরুণ-তরুণী,নারী-পুরুষ সব বয়সী মানুষ।

জনতার ভাষ্যে জানা যায়, কুড়িখাই এলাকায় হযরত শাহজালাল (রহ.) এর বংশধর হযরত শাহ সামছুদ্দীন (রহ.) এর মাজার ঘিরে প্রতি বছরের মাঘ মাসের শেষ সোমবার মেলা শুরু হয়। সপ্তাহব্যাপী মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সার্কাস, মৃত্যুকূপ, নাগরদোলা, পুতুল খেলাসহ রকমারি পসরা নিয়ে আসেন ব্যবসায়ীরা। বসে বিন্নি ধানের খই, কদমা, বাতাসা, গুড়, জিলাপির দোকান।

এই মেলায় পাওয়া যায় বিশাল বিশাল মাছ, কাঠের আসবাবপত্র। কুড়িখাই গ্রামের পার্শ্ববর্তী কৃষি জমিতে বিশাল খেত জুড়ে বসে এই মেলা। তবে সোমবার (১০ই ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই মেলা শুরু হলেও এক সপ্তাহ আগ থেকেই এই মেলার আয়োজন চলছে। ফলে মেলা শুরুর দিনেই মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

হযরত শাহ সামছুদ্দীনের পুরো নাম হযরত শাহ সামছুদ্দীন আউলিয়া সুলতানুল বোখারী (রহ.)। কথিত আছে, ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশে বার আউলিয়ার অন্যতম শাহ সামছুদ্দীন (রহ.) প্রায় ৯০০ বছর আগে তার তিন সহচর শাহ কলন্দর, শাহ নাছির ও শাহ কবীরকে নিয়ে কটিয়াদী উপজেলার কুড়িখাই এলাকায় আস্তানা স্থাপন করেন। তিনি ইহলোক ত্যাগ করলে এখানেই তার মাজার গড়ে ওঠে। তার মাজারকে কেন্দ্র করে ১২২৫ খ্রিষ্টাব্দ থেকে ওরস ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানা যায়। আশপাশের সমস্ত এলাকায় বছরের প্রধান উৎসব হয়ে ওঠে প্রায় ৪ বছরের প্রাচীন কুড়িখাই মেলা।

এই মেলাকে কেন্দ্র করে এলাকার পরিবারের সদস্যরা আগে থেকেই টাকা জমিয়ে রাখতে থাকে মেলায় খরচ করবে বলে। দূরবর্তী আত্মীয়স্বজনকে মেলা উপলক্ষে বিশেষ দাওয়াত দেওয়া হয়। চারদিক থেকে এলাকার ছেলে-বুড়ো থেকে শুরু করে নানা বয়সের মানুষের সপ্তাহব্যাপী দীর্ঘ লাইন থাকে মেলার দিকে।

এই মেলায় সবচেয়ে বড় আকর্ষণ মাছের হাট। মেলায় বিশাল এলাকাজুড়ে বসে মাছের হাট। এই হাটে বোয়াল, চিতল, আইড়, রুই, কাতল, সিলভার কার্পস, পাঙ্গাস, মাগুর, বাঘাইরসহ নানা ধরণের অন্তত ৪ শতাধিক মাছের দোকান বসে। মাছ বিক্রেতারা কিশোরগঞ্জ, নেত্রকোনা সুনামগঞ্জের হাওর ও নদী থেকে এক সপ্তাহ পূর্ব থেকে এসব মাছ সংগ্রহ করে মেলায় বিক্রির জন্য নিয়ে আসেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধনাঢ্য ব্যক্তিসহ সর্বস্তরের লোকজন এই মেলা থেকে মাছ কিনে নিয়ে যান। এছাড়া মেলায় প্রতিদিন হাজারো দর্শক আসেন মাছ দেখতে।

এলাকায় প্রবাদ রয়েছে, কুড়িখাই মেলার মাছ খেলে সকল বালা মুসিবত দূর হয়। মেলার পাঁচ কিলোমিটারের মধ্যে প্রতিবাড়িতে মেলা উপলক্ষে নতুন জামাই ও আত্মীয় স্বজনদের দাওয়াতেরও রীতি রয়েছে।

কটিয়াদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মেলার পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।।

কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও কুড়িখাই মেলার আয়োজ কমিটির সভাপতি মোঃ মাঈদুল ইসলামের মুঠো ফোনে কথা হলে, তিনি ফেস দ্যা পিপল নিউজকে জানান, মেলায় আগত দর্শনার্থীর জন্য সার্বিক নিরাপত্তা বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদা তদারকি করছে, কটিয়াদী থানা পুলিশের পাশাপাশি কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত ৪০ জন পুলিশের ব্যবস্থা করা হয়েছে, সেই সাথে আনসার এবং গ্রাম পুলিশ থাকছে, আয়োজন কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিমের ও ব্যবস্থা করা হয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় আগামী ১৬ই ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কুড়িখাই মেলা চলবে।।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

১২৮ জনের বহিষ্কারাদেশ আমাদের সাথে তামাশার সমতূল্য; সাদেক কাইয়ুম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের 'বর্বরোচিত' হামলার ঘটনায় ক্যাম্পাস প্রশাসনের মাত্র ১২৮ জনের বহিষ্কার আদেশ নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের...

কাদের শেল্টার দিচ্ছে ঢাবি প্রশাসন? প্রশ্ন রিফাত রশীদের

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার ঘটনায় ১২৮ জনকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বহিষ্কৃতদের তালিকায় হামলায় সরাসরি জড়িত ছাত্রলীগের অনেকেরই নাম নেই বলে...

ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন জাতীয় ফুটবল দলের কোচ ক্যাবরেরা

ইতালির ক্লাব ওলবিয়া কালসিও থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছিলেন তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। বয়স মাত্র ১৮ হলেও...

জাবির চারুকলা ভবনের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত, চালু হবে ২ বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা অনুষদের নতুন ভবন নির্মাণের জন্য স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া এই অনুষদে নতুন দুইটি বিভাগ চালুর সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৭...

সম্পর্কিত নিউজ

১২৮ জনের বহিষ্কারাদেশ আমাদের সাথে তামাশার সমতূল্য; সাদেক কাইয়ুম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের 'বর্বরোচিত' হামলার ঘটনায় ক্যাম্পাস প্রশাসনের মাত্র ১২৮...

কাদের শেল্টার দিচ্ছে ঢাবি প্রশাসন? প্রশ্ন রিফাত রশীদের

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার ঘটনায় ১২৮ জনকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।...

ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন জাতীয় ফুটবল দলের কোচ ক্যাবরেরা

ইতালির ক্লাব ওলবিয়া কালসিও থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে...