দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে বাংলাদেশ সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানকে জানিয়েছে বিএনপি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) নেতাদের সঙ্গে মার্কিন কংগ্রেসের দুই সদস্যের চা চক্রে এ কথা জানায় বিএনপি।
রোববার (১৩ আগস্ট) বিকেলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে এ চা চক্র শেষে দলটির প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠক শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আমন্ত্রণ পেয়ে দলের পক্ষ থেকে আমি এখানে এসেছি। বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, তা দলকে জানানো হবে।
বৈঠকে আলোচনার বিষয়ে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা জানতে চাইলে আমরা বলেছি, একদলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই নির্বাচন নিরপেক্ষ করতে কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে। গত নির্বাচনেগুলো একদলীয়ভাবে হয়েছে, সুষ্ঠু হয়নি।
তিনি আরো বলেন, তবে আমরা আশাবাদী এবার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে।
এছাড়া বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে অংশ নিয়েছেন সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, নাহিম রাজ্জাক, মেজর রানা ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের।