বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর শূন্য দুই আসনে উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ ও নির্বাচনে অংশ নেওয়ার অনুমতির নির্দেশনা চেয়ে হাইকোর্টে পৃথক রিট করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
সোমবার বিচারপতি মো.খসরুজ্জামান ও মো.ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট দুটি জমা দেওয়া হয়। আগামীকাল মঙ্গলবার রিটের ওপর শুনানি হতে পারে।
গত ৮ জানুয়ারি সংসদীয় আসন দুটিতে ন্যূনতম ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ সমর্থনসূচক তালিকায় গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন, এটিও গত ১২ জানুয়ারি প্রত্যাখ্যান করা হয়৷ এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে হিরো আলম পৃথক রিট করেন।
এ বিষয়ে হিরো আলমের আইনজীবী ইয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজ পৃথক দুটি রিট করে আদালতে জমা দেওয়া হয়েছে। রিটের ওপর কাল শুনানি হতে পারে।
আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে ইসি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ দুটি আসন থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।