ববি প্রতিনিধি: পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে স্থবিরতা সৃষ্টির অভিযোগ এনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এছাড়াও দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছেন তারা।
বুধবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ২নং গেট ও ছেলেদের আবাসিক দুই হল প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ বলেন, সাধারণ শিক্ষার্থী হিসেবে উপাচার্যের কাছে আমাদের যা পাবার কথা ছিল তার কোনো কিছুই আমরা পাইনি। নিয়োগ পাবার পর থেকে উপাচার্য কোনো অবকাঠামোগত উন্নয়ন করেনি বরং বিশ্ববিদ্যালয়কে আরো পেছনের দিকে ধাবিত করেছে।
তিনি আরো বলেন, আগামীকাল দুপুর ১২টার মধ্যে উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে, শিক্ষার্থীরা আরো কঠোর আন্দোলনের দিকে যাবে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক শুচিতা শরমিন।