বুধবার, ২ জুলাই, ২০২৫

দুর্নীতির অভিযোগ: কাস্টমসের সাবেক কমিশনার ওয়াহিদা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

-বিজ্ঞাপণ-spot_img

চারটি মোবাইল কোম্পানিকে প্রায় ১৫৩ কোটি টাকা সুদ ছাড়ের দায়ে কাস্টমসের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় তাকে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানিতে অংশ নেন।

আদালতের নির্দেশনায় ওই কমিশনারকে বিদেশ ভ্রমণে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে, ঢাকা-১-এ সংস্থাটির সহকারী পরিচালক মো. শাহ আলম শেখ বাদী হয়ে ওয়াহিদা রহমানের বিরুদ্ধে মামলাটি করেন। তার বিরুদ্ধে আইনবহির্ভূতভাবে একক নির্বাহী সিদ্ধান্তে ১৬টি নথিতে ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা অপরিশোধিত সুদ মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, ওয়াহিদা রহমান মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেলকে ওই সুবিধা দিয়েছিলেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার হিসাবে অবসরে যান। বর্তমানে তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) আছেন।

চারটি প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়ার ওপর আইনিভাবে কর প্রযোজ্য হওয়ায় তা মেনে নিয়ে প্রতিষ্ঠানগুলো বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে যথাসময়ে ১৮৯ কোটি ৭৪ লাখ ১৫ হাজার টাকা পরিশোধ করার কথা বলে। কিন্তু প্রতিষ্ঠানগুলো নির্ধারিত কর মেয়াদে তা পরিশোধ না করায় মূসক আইন অনুযায়ী প্রযোজ্য হারে প্রদেয় সুদের পরিমাণ হয় ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা।

মূল্য সংযোজন কর আইন ১৯৯১-এর ধারা ৩৭(৩) অনুসারে সুদ আদায়ের জন্য কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী অতি দ্রুত সুদের হিসাব করার নির্দেশ দেন।

সুদ হিসাবে সরকারের পাওনা অর্থের মধ্যে গ্রামীণফোন লিমিটেডের কাছে ৫৮ কোটি ৬৪ লাখ ৮৮ হাজার ৬৯৭ টাকা, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের কাছে ৫৭ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৫১ টাকা, রবি আজিয়াটার কাছে ১৪ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৬৬৬ টাকা এবং এয়ারটেল বাংলাদেশের কাছে ২০ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ৯৫২ টাকা রয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে তিন থেকে পাঁচ মাস পর ভিন্ন আদেশে ওই সুদ মওকুফ করে দেন ওয়াহিদা রহমান।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আমাদের দেশে রাজনীতি করে ভালো থাকা মানেই দুর্নীতির পথে যাওয়া: প্রেস সচিব

আমাদের দেশে রাজনীতি করে ভালো থাকা মানেই দুর্নীতির পথে যাওয়া। আমি সে পথে হাঁটতে চাই না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব  শফিকুল...

মিরাজের অধিনায়কত্বে প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশ, একাদশে থাকছেন যারা

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বাংলাদেশ ওয়ানডে দলের জন্য কিছুটা হয়তো ভিন্ন। নতুন নেতৃত্বে মাঠে নামবে টাইগাররা। অনিয়মিত অধিনায়ক হিসেবে মিরাজকে এর আগে দেখা গেলেও...

মানিকগঞ্জে ইটভাটা অভিযানের আড়ালে এক নিষ্প্রভ সিন্ডিকেট

আলমগীর: লাল ইট তৈরি হয় আগুনে, কিন্তু মানিকগঞ্জে কিছু ইটভাটা যেন জ্বলে উঠে অভ্যন্তরীণ ষড়যন্ত্রে। রাস্তাঘাটে গড়িয়ে পড়া ধুলার মতোই, এখানকার ইটভাটা বাস্তবতাও ঘোলাটে। কাগজে-কলমে...

কিশোরগঞ্জের ভৈরবে অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচারে নবজাতকের মৃত্যুর অভিযোগ!

কিশোরগঞ্জের ভৈরবে ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ভুলে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে হাসপাতালে...

সম্পর্কিত নিউজ

আমাদের দেশে রাজনীতি করে ভালো থাকা মানেই দুর্নীতির পথে যাওয়া: প্রেস সচিব

আমাদের দেশে রাজনীতি করে ভালো থাকা মানেই দুর্নীতির পথে যাওয়া। আমি সে পথে হাঁটতে...

মিরাজের অধিনায়কত্বে প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশ, একাদশে থাকছেন যারা

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বাংলাদেশ ওয়ানডে দলের জন্য কিছুটা হয়তো ভিন্ন। নতুন নেতৃত্বে মাঠে...

মানিকগঞ্জে ইটভাটা অভিযানের আড়ালে এক নিষ্প্রভ সিন্ডিকেট

আলমগীর: লাল ইট তৈরি হয় আগুনে, কিন্তু মানিকগঞ্জে কিছু ইটভাটা যেন জ্বলে উঠে অভ্যন্তরীণ...