25 C
Dhaka
Thursday, December 19, 2024

দেবিদ্বারে একই স্থানে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর অফিস নির্মাণ নিয়ে উত্তেজনা

- Advertisement -

আব্দুল্লাহ আল আলীম, দেবিদ্বার প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী এলাকা– দেবিদ্বারে একই মালিকের একই ঘরে নির্বাচনী কার্যালয় হিসেবে ভাড়া নেয়াকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

পুলিশ তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও, উভয় পক্ষের সংঘাত এড়াতে প্রশাসনের হস্তক্ষেপে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকতার কার্যালয়ে সমঝোতা বৈঠক ডেকে ওই জায়গায় নির্বাচনী অফিস নির্মাণে নিষেধাজ্ঞা জারী করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই বাজারে বাঙ্গুরী উচ্চ বিদ্যালয়ের সামনে একই মালিক থেকে একই জায়গায় একটি কার্যালয় ভাড়া নিতে চান আওয়ামী লীগ মনোনীত দুইবারের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের ‘নৌকা’ প্রতীকের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক ও সদ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকারী আবুল কালাম আজাদের ‘ঈগল’ প্রতীকের সমর্থকগন নির্বাচনী কার্যালয় হিসেবে ভাড়া নেয়ার দাবীতে ওই পরিস্থিতি সৃষ্টি হয়।

স্বতন্ত্র প্রার্থী ‘ঈগল’ প্রতীকের আবুল কালাম আজাদের সমর্থক স্থানীয় গ্রাম্য ডাক্তার মো. সহিদুল ইসলাম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মুকুল হোসেনের নির্দেশে বাঙ্গুরী বাজারে ভিটির মালিক মাওলানা আবু ইউছুফ খান থেকে অফিসটি ভাড়া নেই। অফিস ভাড়া বাবত ২ হাজার টাকা জামাল খানের মাধ্যমে পরিশোধ করি।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত দেড়টায় ওই জায়গায় নৌকা প্রতীকের রাজী মোহাম্মদ এমপির সমর্থকরা পোষ্টার ব্যানার সাটিয়ে নৌকার অফিস তৈরী করে ফেলে। যা নিয়ে আজ সকালে নৌকা সমর্থক এবং ঈগল’র সমর্থকদের মধ্যে মারমূখী অবস্থান দেখা দেয়।

‘নৌকা’ প্রতীকের সমর্থক ছাত্রলীগ নেতা আহাম্মেদ শুভ জানান, জমির মালিক পক্ষের সাথে কথা বলেই আমরা নৌকার অফিস তৈরী করি। এখন ঈগল’র সমর্থকরা দাবি করছে তারা ওই অফিস ভাড়া নিয়েছিল।

ওই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের নেতৃবৃন্দকে ডেকে এনে বিষয়টি নিষ্পত্তি করা হয়। বাঙ্গুরী বাজারের অফিসের জায়গার মালিক আবু ইউছুফ খানকে সভায় ডাকা হলেও তিনি সভায় উপস্থিত হননি।

বৈঠকে ওই বিরোধপূর্ণ কার্যালয়টি ভোট কেন্দ্র থেকে মাত্র ২০-২৫ গজ দূরে হওয়ায়, নিরাপত্তার সার্থে ‘নৌকা’ এবং ঈগল’র সমর্থকসহ কেউই তাদের নির্বাচনী প্রচারনার কার্যালয় হিসেবে ব্যবহার করতে পারবে না বলে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে জায়গার মালিক দেবিদ্বার হিলফুল স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু ইউছুফ খান সন্ধ্যায় জানান, প্রথমে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের লোকজন ভাড়া নেন। পরে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক দেবিদ্বার পৌর মেয়র সাইফুল ইসলাম ওই অফিসটি ভাড়া নিতে কয়েকজন লোক পাঠান, আমি তাদেরকেও ভাড়া দেই। উভয় পক্ষই ভাড়ার টাকা অগ্রীম দিয়েছেন। বিষয়টি এতো জটিল হবে তা ভাবিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা বলেন, আমরা নির্বাচন অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য করতে যা প্রয়োজন তাই করব। বিরোধপূর্ণ নির্বাচনী কার্যালয়টি ভোট কেন্দ্রের মাত্র ২০-২৫ গজ দূরে হওয়ায় নিরাপত্তার স্বার্থে ওই জায়গায় কোন প্রার্থীর নির্বাচনী কার্যালয় প্রতিষ্ঠায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল অইসলাম, দেবিদ্বার সার্কেল এএসপি শাহ্ মোস্তফা তারিকুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া, নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল (এমপির) সমর্থক উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের ঈগল প্রতীকের সমর্থক গুনাইঘর (উত্তর) ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ ইউপি সভাপতি মোকবল হোসেন মুকুলসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

- Advertisement -
ফেস দ্যা পিপল লাইভ টক শো উইথ সাইফুর সাগর
Video thumbnail
হঠাৎ যে কারণে বিএনপিকে দুষলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নির্বাহী সদস্য মোহাম্মদ রাকিব
06:12
Video thumbnail
ভারতকে রুখতে জাতীয় ঐক্যের প্রস্তাব! ভারতের পরিকল্পনা ফাঁ'স করলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি
08:50
Video thumbnail
বিশ্ব ইজতেমা ঘিরে ষড়যন্ত্র: অনন্ত জলিল-মুফতি ওসামার মো *সা* দ-ভা *র *ত যোগসূত্র
03:46
Video thumbnail
মানুষের আস্থার নির্বাচন দেয়ার পরিবেশ এখনও তৈরী হয়নি: সাবেক শিবির সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী
06:23
Video thumbnail
এবার বিশ্ব ইজতেমা হলে আওয়ামী লীগ যা করতে পারে, জানালেন ছাত্রনেতা মো. রাকিব
10:50
Video thumbnail
৪০০ কোটি নয়, শেখ হাসিনার সেই পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় ৬২৬ কোটি টাকা!
02:49
Video thumbnail
তাবলীগের সাথীদের হ'ত্যার করার আগের দিন কী ঘটেছিল, তাদের পরিচয় নিয়ে যা বললেন ড. ফয়জুল হক
08:22
Video thumbnail
ইজতেমার মাঠে দুই তিনশো লোককে হ'ত্যা করার পরিকল্পনা তাদের ছিল: সাবেক শিবির সভাপতি
11:26
Video thumbnail
ইজতেমা ময়দানের হা'ম'লার ঘটনায় র এর সংশ্লিষ্টতার অভি'যো'গ বিন ইয়ামিন মোল্লার
08:18
Video thumbnail
বিএসএফ এবার হ'ত্যা করে নদীতে ফে'লে দিলো করলো ৩ বাংলাদেশিকে
01:15

সর্বশেষ

আমাদের সাথে সংযুক্ত হোন

1,600,000FansLike
428FollowersFollow
1,270,000SubscribersSubscribe