33 C
Dhaka
Saturday, July 27, 2024

দেবিদ্বারে স্কুলছাত্রের হত্যা; আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট:

আব্দুল্লাহ আল আলীম, দেবিদ্বার প্রতিনিধি: “আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে কুমিল্লার দেবিদ্বারে স্কুলছাত্র আজিজুল হক হৃদয়ের (১৬) হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তার শিক্ষক-সহপাঠী ও এলাকাবাসী।

শনিবার (২৫ জুন) সকাল ১১টায় মুগসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিহত হৃদয় মুগসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্র ছিলেন।

মুগসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, নিহত হৃদয়ের চাচা ইসমাইল হোসেন, অভিভাবক সদস্য মোঃ হানিফ সরকার, সহকারী প্রধান শিক্ষক মোঃ মানিক সরকার, সিনিয়র শিক্ষক মোঃ জাকির আলম প্রমূখ।
  

সমাবেশে বক্তারা স্কুলছাত্র হৃদয় হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

এসময় তারা বিক্ষোভকারীরা এলাকার মাদকসেবী, মাদক কারবারী এবং তাদের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা এবং মুগসাইর এগারগ্রাম এলাকাকে মাদক মুক্ত করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
    

উল্লেখ্য, আজিজুল হক হৃদয় ইউসুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি স্থানীয় মুগসাইর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। গত বুধবার বিকালে কমল কৃষ্ণ দাস ও ইদ্রিস মিয়া নামে দুই মাদকসেবীর মিলে স্কুল ছাত্র হৃদয়কে মারধর করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে আজিজুল মারা যায়।

গতকাল শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এই ঘটনায় দেবিদ্বার থানায়  নিহতের পিতা লিটন মিয়া অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...

কোটা আন্দোলন: ঢাকায় গুলিবিদ্ধ ৩ আন্দোলনকারী, সারাদেশে নিহত ৬  

কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ উত্তাল সমগ্র দেশ। এ আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল...

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার(৫ জুলাই) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন...