সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
Homeজাতীয়দেশের ভাবমূর্তি সমুন্নত রাখুন, বিদেশের আইনকে সম্মান করুন: শেখ হাসিনা

দেশের ভাবমূর্তি সমুন্নত রাখুন, বিদেশের আইনকে সম্মান করুন: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের স্বাগতিক দেশগুলোর আইন কঠোরভাবে মেনে চলতে এবং বৈধ মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে বলেছেন।

দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুলে দেয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘কোনো ব্যক্তি যদি (আয়োজক দেশে) অপরাধ করে এবং এইভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে তাহলে তা আর সহ্য করা হবে না।’

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কয়েক বছর ধরে সার্বক্ষণিক কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছে এবং বিদেশি ভূখণ্ডে কিছু লোকের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, যা অন্যান্য বাংলাদেশিদের কাজের জন্য বিদেশে পাঠানোর সুযোগকে বাধাগ্রস্ত করছে।

তিনি বলেন, ‘বাংলাদেশি প্রবাসীদের অবশ্যই তারা যে দেশে অবস্থান করছে সে দেশের বিদ্যমান আইন ও নিয়ম মেনে চলতে হবে। আমি স্পষ্ট বলেছি যে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের আমরা বাঁচানোর চেষ্টা করব না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি চাকরিপ্রার্থীদের আইনি চ্যানেল ব্যবহার করতে বলেছেন। তিনি আরও বলেন, আমরা আরও বেশি লোককে বিদেশে পাঠানোর সুযোগ হারিয়ে ফেলেছি।

তিনি বলেন, কোনো প্রবাসী বাংলাদেশি বিদেশে অপরাধ করলে তার দায়ভার সরকার নেবে না।

রেমিট্যান্স সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘লিগ্যাল চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠান। আমরা আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছি (ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর জন্য)।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ