ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ ঈদ উদযাপন শেষে নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।
বুধবার (১৩ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ আহবান জানান।
আইজিপি বলেন, পবিত্র ঈদুল আজহায় পুলিশ সদস্যরা কোরবানির পশু পরিবহন ও পশুর হাটের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ম্যানেজমেন্ট ও পথে-প্রান্তরে মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন। এজন্য সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান আইজিপি।