30 C
Dhaka
Saturday, July 27, 2024

নন্দীগ্রামে একই স্থানে আ’লীগ-বিএনপি সমাবেশ; ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট:

বগুড়ার নন্দীগ্রামে একই স্থানে আওয়ামীলীগ ও বিএনপি সমাবেশ আহবান করায় ১৪৪ ধারা জারি করে দুই পক্ষের সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।

বুধবার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুড়ইল ইউনিয়নের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলা ১২ টা থেকে ১৪৪ ধারা জারি করেন।

জানা যায়, নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়ন বিএনপি স্থানীয় বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেল ৩ টায় কর্মী সমাবেশ আহবান করে। ওই সমাবেশে বুড়ইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বুলুর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বগুড়া -৪ আসনের বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেনের। অন্যদিকে একই স্কুল মাঠে একই সময়ে ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সমাবেশ আহবান করে।

এ নিয়ে উভয় পক্ষই বুধবার সকাল থেকে সমাবেশের প্রস্তুতি নেয়। পরবর্তীতে তাদের মাঝে চাপা উত্তেজনা ও মারমুখী ভাব প্রকাশ পায়। উদ্ভুত পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বুধবার বেলা ১২ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শিফা নুসরাত বলেন, সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোন পক্ষকেই সেখানে সভা সমাবেশ করতে দেওয়া হবে না।

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...

কোটা আন্দোলন: ঢাকায় গুলিবিদ্ধ ৩ আন্দোলনকারী, সারাদেশে নিহত ৬  

কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ উত্তাল সমগ্র দেশ। এ আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল...

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার(৫ জুলাই) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন...