রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন পুলিশ।
শনিবার(৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপকমিশনার হায়াতুল ইসলাম বলেন, নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ককটেল বিস্ফোরণ হয়। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো জানা সম্ভব হয়নি।
তিনি জানান, ঘটনার তদন্তে মাঠে নেমেছে পুলিশ। যত দ্রুত সম্ভব ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।
এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, চলন্ত কোনো গাড়ি থেকে এ ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে৷ তবে নিশ্চিত করে তিনিও কিছু জানাতে পারেননি৷