মাজহারুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতা কর্মীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ সময় সরকারবিরোধী নানা স্লোগান দেওয়ায় আদালত প্রাঙ্গণেই তাদের ধরে পিটুনি দেয় ছাত্র-জনতা।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালত আসামীদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে নরসিংদী জেলা কারাগার থেকে তাদের কোর্ট হাজতে রাখা হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্রদের উপস্থিতিতে আদালত পাড়ায় উত্তেজনা পূর্ণ পরিবেশ তৈরি হয়। ছাত্রলীগ আদালত চত্বরে জয় বাংলা ও শেখ হাসিনা ফিরবে শ্লোগান দেওয়ায় ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করে। তারা স্বৈরাচার শেখ হাসিনা ও ছাত্রলীগের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। পরে আদালতে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও নরসিংদী আইনজীবী সমিতির ভবনে থাকা সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মুরালে ভাংচুর চালায় তারা। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় এনে পুলিশি ও ডিবি পাহারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আদালতে তোলা হয়।
আদালতের প্রাঙ্গণে আইনজীবী খন্দকার মেহেদী হাসান বলেন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আদালতে তোলা হয়। আমরা ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে।
এর আগে সোমবার ভোরে নরসিংদী থেকে ঢাকায় যাওয়ার পথে পার্শবর্তী জেলা নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।