31 C
Dhaka
Friday, September 20, 2024

নাটকের শ্যুটিংয়ে আসা অভিনেত্রীকে লাঞ্চিত করার অভিযোগ ববি ছাত্রলীগের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট:

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে নাটকের শ্যুটিং করতে আসা অভিনেত্রীকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ২৬ মার্চ (মঙ্গলবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বেসরকারী টেলিভিশন ও ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত ‘শুকতারা’ নামে একটি নাটকের শ্যুটিং করার সময় এ ঘটনা ঘটে।

নাটকটির পরিচালক সাইফুল হাফিজ জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমতি নিয়ে ক্যাম্পাসে নাটকের শ্যুটিং করছিলেন তিনি। দুপুর ১.০০ টার দিকে কতিপয় ব্যক্তি এসে সেটের মধ্যে ঢুকে পড়ে। তাদের সেখান থেকে সরার জন্য অনুরোধ করলে তারা এক পর্যায়ে তর্ক শুরু করে দেয়। এসময় নাটকের অভিনেতা তানভীর ও অভিনেত্রী আয়শাকে অশ্লীল ভাষায় গালি দিয়ে শারিরীকভাবে লাঞ্চিত করেন তারা। তখন স্থানীয় এক পরিচালকের সহকারী শিক্ষার্থীদের শান্ত করার মাধ্যমে ক্যাম্পাস ত্যাগ করেন।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় শ্যুটিং চলছিলো। তখন বিশ্ববিদ্যালয়ের কথিত ছাত্রলীগ নেতা রিদম, আবিদ, মঞ্জুসহ কয়েকজন সেখানে গিয়ে নাটকের টিমের সাথে খারাপ ব্যবহার করেছে। এমনকি তাদের মারধরও করেছে।

গণমাধ্যমের হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, শ্যুটিং লোকজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া হচ্ছে। শ্যুটিংয়ে চেয়ার, বসার মোড়া লাথি দিয়ে ফেলা দেয়া হচ্ছে। শ্যুটিং টিমের সদস্যদের দিকে তেড়ে যাচ্ছে কয়েকজন তরুণ।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর আব্দুল কাইউম বলেন, লাঞ্চিত করার কোন ঘটনা ঘটেনি। কেউ হয়তো অপপ্রচার করছে। একটু ভুল বোঝাবুঝি হয়েছিলো।

ববি ছাত্রলীগ নেতা আবিদ হাসান বলেন, ২৬ মার্চ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি ছিলো। ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মসুচি পালনের প্রটোকল দেয়ার সময় নাটকের শ্যুটিং দল তাদের সাথে খারাপ আচরন করেছে। এমনকি ছাত্রলীগ সম্পর্কে কটূক্তি করে। তখন ছাত্রলীগের কর্মীরা উত্তেজিত হয়। তখন সিনিয়র নেতৃবৃন্দ নাটকের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়।

মহানগর পুলিশের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, আমাদের কাছে কেউ কোন অভিযোগ দেয়নি। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিছু জানায়নি।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...