back to top
25 C
Dhaka
Saturday, October 5, 2024

নারায়ণগঞ্জে বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু, চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেপরোয়া গতির বাসের চাপায় রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাতে ফেনী সদরের মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- সহিদুল ইসলাম।

শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে সহিদুল নিজের অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ১৫ জুলাই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী দুটি প্রাইভেট কারে করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম সিটিতে আনন্দ ভ্রমণে যাওয়ার উদ্দেশে যাত্রা করেন। তারা সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় পৌঁছলে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস তাদের একটি প্রাইভেট কারকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায় এবং পাঁচ শিক্ষার্থী গুরুতর আহন হন।

পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া রহমান মাহিমা (২২) ও ইব্রাহীম মাহমুদ রাহাত নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। 

এ ঘটনায় জেলার কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ অভিযুক্ত বাস চালককে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করে।

সম্পর্কিত খবর

আমাদের সাথে সংযুক্ত হোন

0FansLike
3,905FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ