সিলেটে টানা বৃষ্টিতে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রাথমিক পর্বের শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নারী এশিয়া কাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশের মেয়েরা।
সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের কাছে একটাই পথ ছিল সংযুক্ত আরব আমিরাতকে হারানো। কিন্তু টানা বৃষ্টিতে ম্যাচ মাঠেই গড়ায়নি। ফলে নিগার সুলতানা ও তার দল টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই বিদায় নিল।
বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা। এর মধ্য দিয়েই শেষ হয়ে গেল ঘরের মাঠে বাংলাদেশের শিরোপা ধরে রাখার অভিযান।
এর আগে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে শোচনীয়ভাবে হারে বাংলাদেশ। সাত ওভারে ৪১ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি স্বাগতিকরা।
বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে থাইল্যান্ড।
এর আগে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে।