ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেছেন। লন্ডনের স্থানীয় সময় শুক্রবারে ক্ষমতা গ্রহণের আগেই ব্রিটেন ও কমনওয়েলথ জনগণের উদ্দেশে প্রথম ভাষণ দিয়েছেন রাজা তৃতীয় চার্লস।
ভাষণে তিনি বলেছেন, তার মা যে অঙ্গীকার রাজত্বের সূচনা করেছিলেন সেই একই অঙ্গীকার তিনিও করতে চান। তিনি যুক্তরাজ্য এবং কমনওয়েলথের জনগণের সেবা করার অঙ্গীকারাবদ্ধ।
গতকাল শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দেওয়া এই ভাষণ সরাসরি টিভিতে সম্প্রচারিত হয়। রাজা তৃতীয় চার্লসের এই ভাষণ লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে প্রয়াত রানীর জন্য প্রার্থনা এবং স্মৃতিতর্পণের অনুষ্ঠানের অংশ ছিল।
এর আগে, ৭০ বছর সিংহাসনে থাকার পর রানী দ্বিতীয় এলিজাবেথ গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের ব্যালমোরাল ক্যাসেলে মারা যান। রীতি অনুসারে রানীর মৃত্যুর পরই রাজা হন চার্লস। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হয় তাকে। তৃতীয় চার্লসের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে ব্রিটিশ ইতিহাসের এক নতুন যুগের সূচনা হবে।
গতকাল দেওয়া ভাষণে রাজা তৃতীয় চার্লসের ভাষণের বেশিরভাগই ছিল তার সদ্য প্রয়াত মাকে নিয়ে। মায়ের শেষকৃত্য সম্পর্কে রাজা চার্লস বলেন, ‘আমার প্রিয় মাকে অন্তিম শয্যায় শায়িত করতে আর সপ্তাহখানেক। এর পরই আমরা জাতি হিসেবে, কমনওয়েলথ হিসেবে এবং সর্বোপরি বিশ্ব সম্প্রদায় হিসেবে একত্রিত হব… আমাদের এ দুঃখের সময়ে আসুন আমরা তাকে স্মরণ করি এবং তিনি যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেই আলোকে আপনা মাঝে শক্তি ধরি। ’
তিনি বলেন, ‘যেভাবে রানী নিজে অটল নিষ্ঠার সঙ্গে এ কাজ করেছেন, আমিও এখন দৃঢ়তার সঙ্গে নিজের কাছে অঙ্গীকার করছি, ঈশ্বর আমার জন্য বাকি যেটুকু সময় বরাদ্দ রেখেছেন, পুরোটা জুড়ে আমি আমাদের দেশের প্রাণকেন্দ্রে সাংবিধানিক নীতিকে সমুন্নত রাখব।
আপনি যুক্তরাজ্যের সেখানেই বাস করুন বা বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চলে এবং ভূখণ্ডে যেখানেই থাকুন, আপনার প্রেক্ষাপট কিংবা ধর্মীয় বিশ্বাস যাই হোক, আমি সারাজীবন ধরে বিশ্বস্ততা, শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আপনার সেবা করে যাওয়ার চেষ্টা করব। ’
এরপর রাজা তৃতীয় চার্লস ভাষণে ব্রিটিশ সিংহাসনে তার প্রথম উত্তসূরি হিসেবে যুবরাজ উইলিয়ামের নাম ঘোষণা করেন। তিনি যুবরাজ উইলিয়ামকে প্রিন্স অব ওয়েলস ঘোষণা করেন। রাজা চার্লসও ১৯৬৯ সাল থেকে মায়ের মৃত্যুর আগপর্যন্ত প্রিন্স অব ওয়েলস ছিলেন।
গতকাল লন্ডনে বাকিংহাম প্রাসাদে ফেরার পর সেখানে সমবেত বিপুল জনতা তাকে স্বাগত জানায়। নতুন রাজা ১৫ মিনিট ধরে প্রাসাদের সামনে সমাগত মানুষের সঙ্গে করমর্দন করেন। এ সময় অনেকে যুক্তরাজ্যের জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কিং’ গাইতে থাকেন। এর আগে রাজা তৃতীয় চার্লস দেশটির নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে প্রথমবারের মতো সাক্ষাৎ দেন।