রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

নেপালকে হারিয়ে ঈদ আনন্দে  , অনন্য তানজিম সাকিবের রেকর্ড!

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে বাংলাদেশ এতটা ভালো করবে তা হয়তো দর্শক-সমর্থকদের প্রত্যাশায় ছিলো না৷ অপ্রত্যাশিত আনন্দে ক্রিকেটপ্রেমীদের মাতিয়ে রাখতে তানজিম সাকিব অনন্য। নেপালের সাথে সোমবার ভোরের ম্যাচে ২১ বল ডট দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ২১ রানের জয় এনে দিতে তানজিম সাকিবের ভূমিকাই ছিলো সবচেয়ে বেশি।

লো-স্কোরিং ম্যাচে এই জয়ে বাংলাদেশের  সুপার এইট  নিশ্চিত হয়েছে। সেই সাথে ঈদ আনন্দে এক অন্য মাত্রা যোগ করেছে এই জয়।

সেন্ট ভিনসেন্টে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেপালের অধিনায়ক রোহিত পাউডেল। ব্যাটিংয়ে নেমে ধুঁকতে থাকে বাংলাদেশের ব্যাটাররা।
সবমিলিয়ে ১০৭ রানের লক্ষ্যমাত্রা দাঁড় করায় বাংলাদেশ।

এরপর বোলিং পর্বে ধারবাহিক তাণ্ডব চালায় বাংলাদেশি বোলাররা। এদের মধ্যে সর্বোচ্চ ডট বল দিয়ে রেকর্ড গড়েন সিলেটের তরুণ পেসার তানজিম সাকিব।
পাওয়ার প্লেতে ৪ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৭ রান দিয়ে ৪ উইকেট নেন তানজিম সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই সেরা বোলিং তার। ইকোনমি রেট ১.৭৫।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ডট দিয়েছেন ২১টি, এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড যেকোনো বোলারের। ম্যাচের পর মিক্সড জোনে তানজিম সাকিব জানিয়েছেন রেকর্ডের বিষয়ে তিনি জানতেন না। এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, “না আমি জানতাম না। এখন জানলাম। এসব (ডট বলের রেকর্ড) মাথায় ছিল না।”

spot_img

সর্বশেষ

আরও সংবাদ