back to top
26 C
Dhaka
Saturday, October 5, 2024

নৌকাডুবি: হাওরে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ইটনা ফায়ার সার্ভিস ডুবুরি দল এই তিনজনের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুম (২৫), করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ইটনা উপজেলার বেতেগাঁওর মৃত সওদাগরের ছেলে ওয়াসিম (৩৫)।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত সোমবার বিকালে করিমগঞ্জ উপজেলার দাহিমা এলাকা থেকে ইটনা সদর উপজেলার বেতেগাঁও আসার পথে, বড়িবাড়ি ইউনিয়নের এনসহিলা গ্রামের সামনের হাওরে ঝড়ের কবলে পরে নৌকাটি ডুবে যায়। এতে দুই জন সাঁতার কেটে প্রাণে বেঁচে যান। তবে,নিখোঁজ থাকে অন্য তিনজন।

মঙ্গলবার সকাল ৭টায় ইটনা ফায়ার সার্ভিস ডুবুরি দল অভিযান শুরু করে। সকাল সাড়ে ৯টায় পানিতে তলিয়ে থাকা নৌকার ভিতর থেকে নিহত তিনজনের লাশ উদ্ধার করে।

ইটনা ফায়ার সার্ভিস সহকারী স্টেশন কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, আজ সকালে অভিযান চালিয়ে হাওরে তলিয়ে থাকা নৌকা থেকে নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

আমাদের সাথে সংযুক্ত হোন

0FansLike
3,905FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ