দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের আওয়ামী লীগের নৌকা মার্কার পক্ষ্যে মনোনয়ন কিনলেও আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহিয়া মাহি নির্বাচনী প্রতীক পেয়েছেন ‘ট্রাক’।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদের কার্যালয়ে তাকে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
গতকাল রবিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ক্ষমা চান মাহিয়া মাহি।
এসময় মাহিয়া মাহি বলেন, প্রতীক বরাদ্দের আগে ভুলবশত প্রচারণা চালানো হয়েছে। তাই জবাবদিহিতার জায়গা থেকে আদালতে এসেছি। নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আমি বদ্ধপরিকর। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকব।
স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১৭ ডিসেম্বর আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সাঈদ।
মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগ ছিলো জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন করে তিনি প্রচার-প্রচারণা চালিয়ে নিজের ফেসবুকে সেই ছবি পোস্ট করেছেন।
তাই ব্যাখ্যা প্রদানের জন্য তাকে সশরীরে হাজির হবার নির্দেশ দেয় নির্বাচনী অনুসন্ধান কমিটি।