32 C
Dhaka
Friday, September 20, 2024

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে হবে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে’ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘বড়বড় কথা বলছেন, সন্ত্রাসীর মতো বক্তব্য ও হুমকি দিচ্ছেন, তাহলে হুমকি যখন দিচ্ছেন, তখন কেনো ভারতের কাছে সরকার টিকিয়ে রাখতে আহ্বান জানান? পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে হবে বর্তমান সরকারকে, পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের সরকারকেও এর জবাব দিতে হবে।’

শুক্রবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের বক্তব্য প্রমাণ করে ভারতের আনুকূল্যে (সরকার) টিকে আছে। প্রশ্ন উঠেছে, দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে কি না তা নিয়ে।’

ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সব কিছুর দাম বাড়িয়ে মানুষের পেটে হাত দিয়েছে। বিশ্ববাজারে দাম বাড়ার অজুহাত দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু বারবার বলার পরও কথা শোনেনি সরকার। যখন দাম বাড়িয়েছে বিশ্ববাজারের কথা বলে, কিন্তু যখন কম ছিল তখন কমায়নি সরকার, আবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে তাহলে এখন কেন কমাচ্ছেন না?’

তিনি আরও বলেন, ‘দুর্নীতিবাজ সরকার, চোরের সরকার, ডাকাতের সরকার। এরা অবৈধ, জোর করে ক্ষমতায় আছে। চ্যালেঞ্জ করবেন না, ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন, তাহলে বোঝা যাবে জনগণ কার পক্ষে আছে। বর্তমান সরকার জনগণের শত্রু, দেশের শত্রু।’

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...