পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও ২ বছরের জন্য বাড়িয়েছে সরকার।
বুধবার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে তিনি যোগদান করেন।
মাসুদ বিন মোমেন কর্মজীবনে জাপান, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনকে অবসরোত্তর ছুটি এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৬ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য সিনিয়র সচিব পদে চুক্তিতে নিয়োগ করা হলো।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার পর যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়েন তিনি।