শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্রেস রিহার্সালের শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। ত্রিদেশীয় এই সিরিজে আরেক প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। আর এই সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে চায় বাংলাদেশ দল।
প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান আর নিউজিল্যান্ডকে পেয়ে একপ্রকার খুশিই হয়েছ্র বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। তিনি বলেন, আমরা এর চেয়ে ভালো কিছু চাইতে পারতাম না। নিউজিল্যান্ড গত বিশ্বকাপের ফাইনালিস্ট দল। পাকিস্তানও টি-টোয়েন্টিতে অন্যতম সেরা দল। বাবর আজমরা র্যাংকিংয়ের তৃতীয় পজিশনে আছে। আমরা যদি এই সিরিজে ওদের চ্যালেঞ্জ জানাতে পারি, তাহলে বিশ্বকাপের জন্য তৈরি হওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকতে পারব।
ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে গত রবিবার ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দল। একদিনের বিশ্রামের পর মঙ্গলবার অনুশীলন করেন ক্রিকেটাররা। এদিন ক্রাইস্টচার্চে সংবাদমাধ্যমকে ব্যাটিং কোচ সিডন্স বলেন, নিউজিল্যান্ডের কন্ডিশন অনেকটাই অস্ট্রেলিয়ার মতো। এজন্যই আমরা এখানে এসেছি। অস্ট্রেলিয়ায় মৌসুমের শুরুটায় উইকেট যেরকম থাকে, এখানেও প্রায় একইরকম।
তিনি আরও বলেন, আমরা দুবাইয়ে এক সপ্তাহের সফরে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি ম্যাচ খেলে এসেছি। সেখানে সুযোগ-সুবিধা ছিল দুর্দান্ত। আমাদের দলটা বেশ তরুণ। সিনিয়র ক্রিকেটারদের কেউ কেউ অবসর নিয়েছে, কেউ এই সফরে নেই। তবে তরুণ দলটা নিয়ে আমরা রোমাঞ্চিত। তাদের শেখার অনেক কিছু আছে। খুব ভালো ও শক্তিশালি দুটি দলের বিপক্ষে ওরা কেমন করে, সেটা দেখতে মুখিয়ে আছি।
সিডন্স বলেন, সাব্বির ও মিরাজরা ব্যাটিং ওপেন করছে, তামিম-লিটনের ওপেন করার চেয়ে এটা পুরোই আলাদা। লিটন যদিও আছে, তিন বা চার নম্বরে। সিনিয়র ক্রিকেটার এখনও আছে। তবে তরুণরা খুবই রোমাঞ্চকর এবং প্রাণবন্ত। আশা করছি, তারা সেভাবেই নিজেদের মেলে ধরবে।