বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

পাচার হওয়া অর্থ ফেরাতে ইউরোপ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

-বিজ্ঞাপণ-spot_img

যুক্তরাজ্যের উদ্দেশে সোমবার ঢাকা ত্যাগ করবেন আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চার দিনের এই সফরে মূল এজেন্ডা হিসেবে থাকছে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে বিশ্লেষকদের ধারণা, একটি নির্বাচিত সরকার গঠনের আগে এমন কূটনৈতিক সফরের কার্যকারিতা সীমিত হতে পারে।

১০ জুন থেকে ১৩ জুন পর্যন্ত অধ্যাপক ইউনূসের এই সফর চলবে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম ইউরোপ সফর। সরকারি এই সফরে তিনি ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। ১২ জুন তিনি দেখা করবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি এই সফরে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা হবে। তবে এ নিয়ে কূটনৈতিক পর্যায়ে কতটা অগ্রগতি সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

সাবেক কূটনীতিক রাশেদ চৌধুরী বলেন, ‘যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার ক্ষমতায় না আসে, ততদিন পর্যন্ত ব্রিটিশ সরকার এ ধরনের কোনো উদ্যোগকে গুরুত্ব দেবে না বলেই মনে করি। ইউনূস সাহেবের সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় আন্তর্জাতিক মহলের আস্থা কিছুটা নড়বড়ে হয়েছে।’

যুক্তরাজ্য সব সময় গণতন্ত্রে আস্থাশীল এবং তারা চায় বাংলাদেশেও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি স্থায়ী সরকার গঠিত হোক। ‘যুক্তরাজ্য সরকার বিশ্বাস করে, নির্বাচিত সরকার ছাড়া দীর্ঘমেয়াদি কোনো সমাধান আসতে পারে না। বর্তমান অবস্থা তাদের কাছে সাময়িক বা অন্তর্বর্তী হিসেবেই বিবেচিত,’ বলেন রাশেদ চৌধুরী।

তবে এই সফরে সম্মানজনক একটি প্রাপ্তিও রয়েছে প্রধান উপদেষ্টার জন্য। ১২ জুন সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অধ্যাপক ইউনূস।

বিষয়টিকে গৌরবজনক বলে উল্লেখ করেছেন সাবেক কূটনীতিকরা।









শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুমিল্লা বোর্ডসেরা শিক্ষার্থী কিশোরগঞ্জের কন্যা ক্যাডেট রাইতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাঝুড়ী ইউনিয়নের মেয়ে ক্যাডেট রাইতা রাজাধী রাজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের এসএসসি ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ...

ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা

বেনাপোল প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে...

নোবিপ্রবিতে জুলাই স্মৃতি ফুটবল খেলা বাতিল, খেলোয়াড়দের ক্ষোভ

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা’ মাঠের অনুপযুক্ততার অজুহাতে বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ। পরিবর্তে...

কোন দাবি থেকেই আমরা সরে আসিনি: নাহিদ ইসলাম

নরসিংদী প্রতিনিধি :-জাতীয় নাগরিক পার্টির আহব্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য এক বছর পর আবারও দেশ গড়তে মাঠে নেমেছি। এক বছরে নানা...

সম্পর্কিত নিউজ

কুমিল্লা বোর্ডসেরা শিক্ষার্থী কিশোরগঞ্জের কন্যা ক্যাডেট রাইতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাঝুড়ী ইউনিয়নের মেয়ে ক্যাডেট রাইতা রাজাধী রাজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে...

ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা

বেনাপোল প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ...

নোবিপ্রবিতে জুলাই স্মৃতি ফুটবল খেলা বাতিল, খেলোয়াড়দের ক্ষোভ

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা’...