রাজধানীর রমনা ও পল্টন থানায় নাশকতার অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে হওয়ায় পৃথক ৪ মামলায় জামিন পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে শুনানি শেষে এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে দুপুরে আদালতে নেওয়া হয় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। আজ রমনা ও পল্টন থানার পৃথক আট মামলায় তার গ্রেপ্তার ও জামিন শুনানির দিন ধার্য ছিল।
এর মধ্যে চার মামলায় তার জামিন মঞ্জুর হলেও বাকি চার মামলার শুনানি হয়নি।
গণমাধ্যমকে মামলার বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী জয়নাল আবেদিন জানান, আটটি মামলার মধ্যে চারটি পল্টন ও চারটি রমনা থানায় দায়ের করা। এর মধ্যে রমনার দুটি ও পল্টনের দুটিতে তিনি আজ জামিন পেলেন। বাকি চারটি মামলার নথি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে থাকায় সেগুলোর শুনানি আজ হয়নি। সেই নথি আসার পর এই চার মামলার শুনানি হবে।