ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে জরুরী ঔষধ ফুরিয়ে গেলেও, ঔষধের সরবরাহ নেই দীর্ঘদিন ধরে। প্যারাসিটামল ও নাপা জাতীয় ঔষধ থাকলেও শীতের শুরুর এই মৌসুমে ঠান্ডা এবং জ্বরজনিত সমস্যা ছাড়াও বিভিন্ন রোগের অন্যান্য ঔষুধ নিতে গিয়ে বারবার ফিরে আসতে হচ্ছে শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমানুল্লাহ বলেন, ৩০ অক্টোবরের দিকে আমি জ্বর ও ঠান্ডাজনিত সমস্যার কারণে মেডিকেল সেন্টারে গিয়েছিলাম ঔষধ নেওয়ার জন্য। তবে তখন আমাকে জানানো হয় যে ঔষধ নেই। পরবর্তীতে ১৫ নভেম্বর আবার খোঁজ নিয়ে জানতে পারি, এখনও কোনো ঔষধ সরবরাহ হয়নি। অত্যন্ত দুঃখজনক যে একটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এতোদিন ধরে মৌলিক চিকিৎসাসেবা প্রদানের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং ঔষধ নেই।
শীতকালে ঠান্ডা এবং জ্বরজনিত সমস্যাগুলো অত্যন্ত স্বাভাবিক এবং এই মৌসুমে ঔষধের চাহিদা আরও বেশি। আমরা ভর্তি হওয়ার সময় সবাই নিয়মিত মেডিকেল ফি প্রদান করি। তাই সঠিক সেবা প্রাপ্তি আমাদের অধিকার। মেডিকেল সেন্টারের এই সংকট দ্রুত সমাধান করা হোক এবং ছাত্রছাত্রীদের জন্য মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফেইসবুক গ্রুপ লিংকার্স ইন বরিশাল ইউনিভার্সিটিতে জান্নাতুল মাওয়া নামের এক শিক্ষার্থী লিখেন মেডিকেলে দেখলাম প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ঔষধ নাই। কারণ জিজ্ঞেস করলে বলা হয়, ভিসি ম্যাম ফাইলে সিগনেচার করে না, আমরা ঔষধ কেনার টাকা পাচ্ছি না।
ঔষধ না থাকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. তানজিন হোসেন বলেন, ১০ থেকে ১৫ দিন যাবৎ ধরে গুরুত্বপূর্ণ কিছু ঔষধ নেই। তবে ইতিমধ্যে উপাচার্য দপ্তর থেকে ফাইল স্বাক্ষর করানো হয়েছে। কিছু প্রক্রিয়া শেষ হলে খুব অল্পদিনের মধ্যে আমরা নতুন করে ঔষধ আনতে পারবো।