টানা চতুর্থবার এবং সবমিলিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।
এ উপলক্ষ্যে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। তিন বাহিনী প্রধানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সংসদ সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সোয়া ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অন্যান্য সংসদ সদস্যের সঙ্গে তাকে শপথবাক্য পাঠ করান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগের ২২২ জন নির্বাচিত হয়েছেন।
এছাড়া, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন, জাসদের ১, কল্যাণ পার্টির ১ ও ওয়ার্কার্স পার্টির ১ জন নির্বাচিত হয়েছেন।