33 C
Dhaka
Sunday, September 8, 2024

প্রবৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অসাধারণ: শ্রিংলা

ডেস্ক রিপোর্ট:

ভারতের জি-২০ শীর্ষ সম্মেলন বিষয়ক সমন্বয়ক ও সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার বলেছেন, প্রবৃদ্ধি ও উন্নয়নের দিক থেকে বাংলাদেশের অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

তিনি গত এক দশকে দুই দেশের অর্জন এবং দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার ওপর আলোচনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নয়াদিল্লি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, ‘ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই বিশেষ এবং চিরন্তন।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।

হক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর যে অতন্ত ইতিবাচক ফল আনবে তাতে আমার কোনো সন্দেহ নেই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওপর বিশেষ বক্তৃতা’ অনুষ্ঠানে সাবেক দুই পররাষ্ট্র সচিব এসব কথা বলেন।

অনুষ্ঠানে আইসিডব্লিউএর ডিজি বিজয় ঠাকুর সিং স্বগত বক্তব্য দেন।

শ্রিংলা সন্ত্রাসবাদের মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো-টলারেন্স নীতির প্রশংসা করেন যা উভয় দেশের শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজন বলে ইঙ্গিত দেয়।

তিনি বলেন, এটি দুই দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশ উভয়েরই ঘনিষ্ঠ ও অনন্য সম্পর্ক রয়েছে।

তিনি উভয় দেশের সুদৃঢ় অর্থনৈতিক নীতির সাথে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্কের কথা উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...