back to top
25 C
Dhaka
Saturday, October 5, 2024

প্রাথমিক শিক্ষক নিয়োগে ফল প্রকাশের তারিখ জানালো মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়৷

সোমবার (২৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।

মন্ত্রণালয়ের এ কর্মকর্তা বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই পূর্বক চূড়ান্ত করে এ পরীক্ষার ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ধারাবাহিকতায় এটিই সবচেয়ে বড় নিয়োগ। তিন ধাপে এ পরীক্ষা নেওয়া হয়। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় এবং কিছু শিক্ষক অবসরে যাওয়ায় শূন্য পদের সংখ্যাও বাড়তে থাকে।

শুরুতে ৩২ হাজার ৫০০ পদে নিয়োগের জন্য ছাড়পত্র দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ নিয়োগের জন্য ইতিমধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চলতি নিয়োগ পরীক্ষায় আবেদন জমা করেছিলো ১৩ লাখেরও বেশি প্রার্থী। এখন তারা ফলের অপেক্ষায় আছেন।

অবসরের ফলে সৃষ্ট শূন্য ১০ হাজার পদও এ নিয়োগের আওতায় থাকবে বলা হয়েছিলো। তবে শেষ মুহূর্তে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদেই নিয়োগ দেওয়া হবে বলে জানান হয়।

সম্পর্কিত খবর

আমাদের সাথে সংযুক্ত হোন

0FansLike
3,905FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ