কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। দেশের অন্যান্য স্থানের গণসমাবেশের মতোই ফরিদপুরেও জমে উঠেছে সমাবেশস্থল। পরিবহণ ধর্মঘটের কথা বিবেচনায় রেখে তিনদিন আগে থেকেই নেতাকর্মীরা ফরিদপুরে আসতে শুরু করেছেন। তাদের আপ্যায়নে দলীয়ভাবেও নেয়া হয়েছে আপ্যায়নের ব্যবস্থা।
ইতোমধ্যেই সমাবেশস্থল কোমরপুর আবদুল আজিজ ইনিস্টিটিউশন মাঠে সমবেত হয়েছেন পার্শ্ববর্তী জেলা থেকে আগত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
ফরিদপুরে বিএনপির সমাবেশে আগত নেতাকর্মীরা দুদিন যাবত মাঠেই অবস্থান করছেন। সেখানেই চলছে তাদের খাওয়া দাওয়া। সমাবেশে যোগ দিতে আসা এসব নেতাকর্মীদের জন্য দলের পক্ষ থেকে মাঠের একপাশে রান্নার ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রতি বেলায় অন্তত চার হাজার লোকের জন্য দুই বেলার খিচুড়ি রান্না করা হচ্ছে। তাতে বিএনপির গণসমাবেশ মাঠে একরম পিকনিকের আবহই বিরাজ করছে।
দলীয় সূত্রে জানা যায়, নেতাকর্মীদের বৃহস্পতিবার রাত, শুক্রবার দুপুর ও রাত এবং সমাবেশের দিন শনিবার সকালের নাস্তা দেয়া হবে। যেসব জেলা নেতাকর্মীদের খাবারের ব্যবস্থা করে উঠতে পারেনি মূল আয়োজকরা তাদের এস খাবার সরবরাহ করছেন।
শুক্রবার জুমার নামাজ শেষে সমাবেশের মাঠের পাশে পিকনিকের আমেজে লাইন ধরে খিচুড়ি খেতে বসেছেন বিএনপি নেতাকর্মীরা। এসব নেতাকর্মীরা নিজ উদ্যোগে একে অপরকে খাবার এনে দিয়ে সহযোগিতা করছেন।
বিএনপির গণসমাবেশ সামনে রেখে মহাসড়কে তিন চাকার যান ‘বন্ধের দাবিতে’ ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ফরিদপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটে বাস চলাচল বন্ধ থাকলেও ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ বিকল্প বিভিন্ন পরিবহনে গণসমাবেশ মাঠে উপস্থিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, আমরা দলের সীমিত সামর্থ্যের মধ্যে চেষ্টা করছি। কেউ যেন অভুক্ত না থাকে এজন্য দলের পক্ষ থেকে তাদের জন্য দুই বেলা খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে।