শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

ফরিদপুর জেলা কারাগার: ৯১৪ বন্দির জন্য একজন ফার্মাসিস্ট, নেই চিকিৎসক

-বিজ্ঞাপণ-spot_img
- বিজ্ঞাপণ-

ফরিদপুর জেলা কারাগারে সার্বক্ষণিক চিকিৎসক না থাকায় পর্যাপ্ত সেবা পাচ্ছে না বন্দিরা। অসুস্থ বন্দিদের জন্য ডায়াগনস্টিক পরীক্ষারও কোন ব্যবস্থা নেই। প্রাচীন এই কারাগারে বিপুল সংখ্যক বন্দিদের জন্য টিনসেডে ঘরের একটি কক্ষ রোগীদের জন্য রাখা হয়েছে, যদিও তা ব্যবহারের অনুপযোগী।

১৮২৫ সালে ৩৪ একর জায়গা নিয়ে শহরের প্রাণকেন্দ্র মূল সড়কের (মুজিব সড়ক) ঝিলটুলী এলাকাতে প্রতিষ্ঠিত হয় এই কারাগার। ৯ একর জায়গা বন্দিদের থাকার ব্যবস্থার স্থাপনা নির্মিত হয়েছে, অন্য ২৫ একর জায়গা জুড়ে রয়েছে পুকুর, কর্মকর্তা কর্মচারীদের আবাসনের ইমারত।

ফরিদপুর কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ-আল-মামুন জানিয়েছেন, প্রাচীন এই বন্দিশালায় ধারণ ক্ষমতা রয়েছে ৪২০ জন। বর্তমানে ৮৯৭ জন পুরুষ, ১৭ নারী বন্দি অবস্থান করছেন, যদিও প্রতিদিন বন্দি কম-বেশি আপডাউন করে। এখানে একটি পদ রয়েছে সহকারি সার্জন, সেটি এক যুগের বেশি সময়ে শূন্য রয়েছে।

তিনি বলেন, বন্দিদের কেউ অসুস্থ হলে আমরা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। এছাড়াও জেলা সিভিল সার্জন অফিস একজন চিকিৎসককে প্রেষনে দায়িত্ব দিয়েছেন, তিনি মাঝে মধ্যে আছেন। এর বাইরে আমাদের একজন সিনিয়র ফার্মাসিস্ট রয়েছে।

তিনি আরও বলেন, যে জনবল রয়েছে তাতে বন্দি রোগী একজনকে বাইরের হাসপাতালে প্রেরণ করলে তার পেছনে তিন জন ফোর্স দিতে হয়। এতে অন্য কাজের ব্যাঘাত সৃষ্টি হয়।

ফরিদপুরের কারাগারের প্রাথমিক চিকিৎসা সেবার দায়িত্বে থাকা ফার্মাসিস্ট আশরাফুল আলম জানান, কম করে হলেও কারাগারে বন্দিদের জন্য দুই থেকে তিন জন চিকিৎসক দরকার। এছাড়াও অসুস্থ বন্দিদের চিকিৎসা সেবা দেয়ার জন্য পৃথক একটি হাসপাতাল পাশাপাশি তিন থেকে চার জন সেবিকা ও ডায়াগনস্টিক পরীক্ষার ব্যবস্থা রাখার দরকার।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত তিন মাসে বিভিন্ন রোগ নিয়ে চিকিৎসা সেবা নিয়েছে এক হাজার ৫০ বন্দি, বর্তমানে দুইজন বন্দি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি রয়েছে। এছাড়াও গত এক মাসে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক বন্দি।

জেলা কারাগারের তত্ত্বাবধায়ক জানান, শুধু ফরিদপুর কারাগারে বন্দী নয় পার্শ্ববর্তী অন্য জেলার কারাগার থেকে অসুস্থ বন্দি আসেন এখানে। তাদের কারাবিধি নিয়মানুযায়ী উন্নত চিকিৎসার জন্য কারারক্ষীদের প্রহরায় সরকারি হাসপাতালে পাঠানো হয়।

- Advertisement -

ফরিদপুর কারাগারের বেসরকারি কারা পরিদর্শক কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, ফরিদপুরের কারাগারের ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দি রয়েছে। স্বাভাবিকভাবেই বন্দিদের নানাবিধ সমস্যা হয় এটা সত্য।

তিনি বলেন, কারাগারের বন্দিদের ধারণ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা সেবাসমূহ নিশ্চত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিতে হবে। 

ফরিদপুর কারাগারের বন্দিদের চিকিৎসা সেবা অপ্রতুল প্রসঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) অতুল সরকার বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একজন চিকিৎসককে কারাগারে সংযুক্ত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত কারাগার পরিদর্শন করা হয়, বন্দিদের সুবিধা-অসুবিধার খোঁজ নেয়া হয়। বড় কোন সমস্যা সৃষ্টিহলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

শেয়ার করুন
- Advertisement -

সর্বশেষ নিউজ

ভিসার টাকা ফেরতের দাবিতে জানাযায় বাধা, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আব্দুল্লাহ আল আলীম, দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকার দাবিতে মৃত ব্যক্তির জানাজায় বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। বিদেশ ফেরত ৫ যুবক এ সময় তাদের...

যখন আপনারা (আ.লীগ) সংগঠিত হবেন, পুলিশ আপনাদের সামনে থাকবে: বেনজির আহমেদ

ক্ষমতাচ্যুত ও পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত গোপন এক বৈঠকে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের কথপোকথন ফেস দ্যা পিপলের হাতে এসেছে।...

বাহাত্তরের সংবিধানে প্রতারণা ছাড়া কিছু নেই: সলিমুল্লাহ খান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক আলোচনা সভায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ড. সলিমুল্লাহ খান বলেছেন, "অনেকে ৭২-এর সংবিধানকে রক্ষা...

‘আপনারা গালি দিলেও বলব, থামুন’

দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে জনগণকে শান্ত হওয়ার এবং সরকারকে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম...

সম্পর্কিত নিউজ

ভিসার টাকা ফেরতের দাবিতে জানাযায় বাধা, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আব্দুল্লাহ আল আলীম, দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকার দাবিতে মৃত ব্যক্তির জানাজায় বাধা...

যখন আপনারা (আ.লীগ) সংগঠিত হবেন, পুলিশ আপনাদের সামনে থাকবে: বেনজির আহমেদ

ক্ষমতাচ্যুত ও পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত গোপন এক বৈঠকে বাংলাদেশ পুলিশের...

বাহাত্তরের সংবিধানে প্রতারণা ছাড়া কিছু নেই: সলিমুল্লাহ খান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক আলোচনা সভায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ও গণতান্ত্রিক অধিকার...