বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ফিলিস্তিন ইস্যুতে ভর করে এবার মাঠে নামার চেষ্টায় আওয়ামী লীগ

-বিজ্ঞাপণ-spot_img

ফিলিস্তিন ইস্যুর ওপর ভর করে মাঠে নামার চেষ্টা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। নামসর্বস্ব ‘মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’-এর ব্যানারে জড়ো হওয়ার চেষ্টা করছেন দলটির নেতাকর্মীরা। পেছন থেকে কলকাঠি নাড়ছে আওয়ামী লীগের দোসর ইসলামী ফ্রন্ট।

আগামীকাল শনিবার তারা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়। বিষয়টি অবগত করে ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে একটি চিঠিও দিয়েছে দলটি। এই চিঠি ডিএমপি পাওয়ার পর মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। তবে গতকাল রাত পর্যন্ত তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

সূত্রে জানা গেছে, এ সমাবেশ বাস্তবায়নে আওয়ামী লীগসংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজে প্রচার চালানো হচ্ছে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন এ সমাবেশ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন,‘নির্যাতিত-নিপীড়িত ফিলিস্তিনের পাশে বাংলাদেশ। ২৬ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যান।’ এ ছাড়াও বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীও তার ফেসবুকে পেজে এ সমাবেশের প্রচার চালান। ওই পোস্টে আবার লাইকও দিয়েছেন ছাত্রলীগের জাকির।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, গণআন্দোলনের মুখে আওয়ামী লীগের পতনের পর দলটির নেতাকর্মীরা বিভিন্ন রূপে মাঠে নামার চেষ্টা করেছে। সম্প্রতি তাদের ঝটিকা মিছিলের কারণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেপ্তারও করা হয়েছে অনেককে। ফলে বেকায়দায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিলিস্তিন ইস্যুতে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হওয়ার চেষ্টা করছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, তারা মাঠপর্যায়ে তদন্ত করে নাশকতা করা হতে পারে এমন তথ্য পেয়েছে। ফিলিস্তিন ইস্যুতে আওয়ামী লীগ সমাবেশ করে যাতে মাঠে কোনো ধরনের অরাজকতা করতে না পারে, সেদিকে সতর্ক রয়েছে পুলিশ।

এ বিষয়ে মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইনের মিডিয়া ও যোগাযোগ উপকমিটির সদস্য আব্দুল হাকিম জানান, তারা ফিলিস্তিন ইস্যুতে একটা সমাবেশ করতে চান। এজন্য ১৫ এপ্রিল ডিএমপি কমিশনার বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে।

আয়োজকদের সঙ্গে পতিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফেসবুকে ছবি রয়েছেন সে বিষয়ে জানতে চাইলে নীরব থাকেন আব্দুল হাকিম।

ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন এ সমাবেশ নিয়ে প্রচার চালাচ্ছেন, বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি কলটি কেটে দেন।

নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির এক অতিরিক্ত কমিশনার জানান, ব্যানার যাই হোক, এই আয়োজনটি করতে যাচ্ছে ইসলামী ফ্রন্ট নামের দল। যাদের অতীতের রেকর্ড খুব একটা ভালো নয়। ডিবির একটি দল ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি শুরু করেছে। এ ছাড়াও সোশ্যাল মিডিয়াও নজরদারিতে রাখা হয়েছে।

২০২৪ সালের আওয়ামী লীগের পাতানো নির্বাচনে ইসলামী ফ্রন্ট ৩৭টি আসনে চেয়ার প্রতীকে প্রার্থী দিয়েছিল।

ডিএমপির একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ২ এপ্রিল থেকে মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইনের সমাবেশ করার জন্য ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা চালানো শুরু করেছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতায় চরম ভোগান্তি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। গত ২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে হাসপাতালের প্রধান ফটক ও জরুরি...

কুষ্টিয়ার ভেড়ামারায় বাবার হাতে মেয়ে খুন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পারিবারিক কলহ ও মানসিক উত্তেজনার জেরে নিজ কন্যাকে শ্বাসরোধে হত্যা করেছেন এক পিতা। নিহত আইনুন নাহার আনিতা (২৬) এবং অভিযুক্ত...

১০ লাখ মানুষের সমাবেশ করতে চায় জামায়াত

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ইতিহাসে সর্বোচ্চ উপস্থিতির সমাবেশে পরিণত করতে জোর প্রচারণা চালিয়ে...

চরমোনাইয়ের বিরুদ্ধে রাজপথে স্লোগান, বিএনপির জন্য দুর্ভাগ্যজনক: রেজাউল করীম

চরমোনাই দরবার সম্পর্কে রাজপথে ‘নোংরা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, বিএনপির...

সম্পর্কিত নিউজ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতায় চরম ভোগান্তি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা।...

কুষ্টিয়ার ভেড়ামারায় বাবার হাতে মেয়ে খুন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পারিবারিক কলহ ও মানসিক উত্তেজনার জেরে নিজ কন্যাকে শ্বাসরোধে হত্যা...

১০ লাখ মানুষের সমাবেশ করতে চায় জামায়াত

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে...