32 C
Dhaka
Friday, September 20, 2024

ফেনীর ফুলগাজীতে আ.লীগ-বিএনপির সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট:

ফেনীর ফুলগাজী উপজেলার দৌলতপুর গ্রামে শনিবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির ফুলগাজী শাখার মধ্যে সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করা হয় এবং তা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, উপজেলার দৌলতপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির ফুলগাজী শাখা ত্রাণ বিতরণ কর্মসূচি ঘোষণা করে। দুই দল একসঙ্গে তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালনের চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান,  শুক্রবারের হামলার আগে আওয়ামী লীগের সদস্যরা তাদের ত্রাণ বিতরণ কর্মসূচির প্রস্তুতি সভায় আরেকটি হামলা চালায়। এতে তাদের ৩০ জন নেতা-কর্মী আহত হয়।

তবে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজুমদার দাবি, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম কোম্পানির ওপর বিএনপির লোকজন হামলা চালিয়ে পাঁচজনকে আহত করে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি বলেন, ‘পুলিশ ওই এলাকায় টহল জোরদার করেছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা সতর্ক রয়েছি।’

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...