শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহ ধানমন্ডিতে গ্রেপ্তার

১৮ জানুয়ারি, ২০২৫, ০৩:০১ অপরাহ্ণ

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার বিকেলে ধানমন্ডির তার বাসা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাবের একটি উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, তিনি ফেনীর সোনাগাজী থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের খুদে বার্তায় বলা হয়েছে, গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর সোনাগাজীতে টমটমচালক জাফর আহাম্মদকে হত্যার মামলার অন্যতম আসামি হাজি রহিম উল্লাহ। তিনি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি। এখন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ৫০ জনেরও বেশি সাবেক উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ