28 C
Dhaka
Sunday, September 8, 2024

ফের হাসপাতালে খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করায় শুক্রবারে রাতে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) তার গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমরা তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাচ্ছি।

তিনি জানান, বিএনপি চেয়ারপার্সনকে ভোর ৩টা ২০ মিনিটে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়।

তবে  ডা. জাহিদ তার অসুস্থতার বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, চেয়ারপার্সন গুলশানের বাসা থেকে রাত ২টা ৫৫ মিনিটে হাসপাতালের উদ্দেশে রওনা হন এবং সোয়া ৩টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার গুলশানের বাসায় ছুটে যান এবং পরে তিনি হাসপাতালে যান।

ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে ফখরুল বলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছে।

তিনি বলেন, ‘ম্যাডামের অবস্থা এখন স্থিতিশীল। তার সমস্যা কতটা জটিল তা বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে একটি এনজিওগ্রাম করার পর নিশ্চিত হওয়া যাবে।’

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...