31 C
Dhaka
Sunday, April 14, 2024

ববিতে রমজানে হল চালু থাকলেও বন্ধ ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট:

ববি প্রতিনিধি: গত ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পবিত্র শব-ই-কদর, ইস্টার সানডে এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৯ দিনের ছুটি পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

তবে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল, ল্যাব পরীক্ষা সহ মিডটার্ম পরীক্ষা চলমান থাকায় আগামী ৫ ই এপ্রিল বন্ধ হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। 

কিন্তু গত ৩১ মার্চ থেকেই বিশ্ববিদ্যালয়ের শেরে-ই-বাংলা ও বঙ্গবন্ধু হলের ক্যান্টিন বন্ধ রয়েছে।

এতে রোজার মধ্যে খাবার নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন এ দুই হলের আবাসিক শিক্ষার্থীরা। ক্যান্টিনগুলো বন্ধের কারণে বাধ্য হয়েই শিক্ষার্থীদের চড়ামূল্যে খাবার খেতে হচ্ছে ক্যাম্পাসের সামনের ও বাইরের দোকানগুলো থেকে।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ছুটি হলেও অনেকের পরীক্ষা থাকায় ৪ এপ্রিল পর্যন্ত হলে অবস্থান করবেন তারা। কিন্তু এর আগে হল ক্যান্টিনগুলো বন্ধ করে দেয়ায় খাবার নিয়ে ভোগান্তিতে পড়েছেন তারা।

অপরদিকে শেরে-ই-বাংলা হলের ক্যান্টিনের খাবারের মান নিম্নমানের হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী ক্যান্টিনের খাবার খান না। তাই বাধ্য হয়ে শেরে বাংলা হলের ক্যান্টিন বন্ধ রেখেছেন ক্যান্টিন পরিচালক।

শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী আসিফ বলেন, শেরে বাংলা হল ক্যান্টিনের খাবার খেয়ে রমজান রোজা রাখা কষ্টকর। শিক্ষার্থীরা এক প্রকার বাধ্য হয়েই হল ক্যান্টিনের খাবার বর্জন করেছেন।

এ বিষয়ে শেরে বাংলা হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী জানান, শেরে-ই-বাংলা হলের ক্যান্টিন বন্ধ রাখা হয়নি, শিক্ষার্থীরা ক্যান্টিনে খেতে আসে না। এজন্য ক্যান্টিন পরিচালক ক্যান্টিন বন্ধ রেখেছে। শিক্ষার্থীরা ক্যান্টিনে খেতে চাইলে চালু থাকবে ক্যান্টিন৷

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী কম হওয়ায় ক্যান্টিন বন্ধ রাখা হয়েছে। অল্প কয়েকজন শিক্ষার্থী দিয়ে চলতে গেলে লোকসান হয় ক্যান্টিন পরিচালকদের। আমাদের তাদেরও কথাও ভাবতে হবে। ঈদের ছুটির পরে ক্যান্টিন চালু হবে।

সর্বশেষ সংবাদ

ইসরায়েল ইস্যুতে পরবর্তী পরিকল্পনা কী; যা বললেন ইরানি সেনা কর্মকর্তা

ইসরায়েলে যেসব লক্ষ্যে হামলা চালানো হয়েছে, তার সব কটিই পূরণ হয়েছে বলে দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি। তিনি বলেছেন, ইসরায়েল...

ইরানি হামলার কড়া নিন্দা জানিয়ে যা বললেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কড়া নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রায় সব...

৩২ দিন পর সব নাবিকসহ মুক্তি পেয়েছে বাংলাদেশি জাহাজ

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ৩২ দিন পর জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিকসহ মুক্তি পেয়েছে। সোমালিয়ার সময় শনিবার রাত ১২ টা ৮ মিনিটের...

ইসরায়েলে ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো শুরু করেছে ইরান। ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি...

ইসরাইলের পাশে দাঁড়ালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে; যুক্তরাষ্ট্রকে ইরান

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততার ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্রতর হতে চলেছে। ইরান-ইসরাইল দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যদি তেল আবিবের পক্ষ নেয়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেবে তেহরান।একাধিক...