বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeসারাদেশববির লাইব্রেরি ও দুই হলের নাম বদলালেন শিক্ষার্থীরা

ববির লাইব্রেরি ও দুই হলের নাম বদলালেন শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি এবং দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা নতুন নামে ব্যানার টানিয়ে দিয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরির পরিবর্তে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’, বঙ্গবন্ধু হলের পরিবর্তে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের পরিবর্তে ‘কবি সুফিয়া কামাল হল’ নামের ব্যানার টানানো হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের তিনটি হল ও কেন্দ্রীয় লাইব্রেরির নাম পরিবর্তন করার দাবি জানিয়ে আসছিল। যদিও ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন হলের নাম পরিবর্তন নিয়ে একটি কমিটি গঠন করে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল মোল্ল্যা বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে ৫ আগস্ট থেকেই আমরা দুটি আবাসিক হল ও কেন্দ্রীয় লাইব্রেরির নাম পরিবর্তন করার দাবি জানাচ্ছি। ইতোমধ্যে বঙ্গবন্ধু হল ও শেখ হাসিনা হলের নাম মুছে ফেলেছি। একমাস পেরিয়ে গেলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, তাই আমরা শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছি।”

এছাড়া, নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, “ফ্যাসিস্ট পরিবারের সদস্যদের নামে হল ও লাইব্রেরির নাম পরিবর্তন করার জন্য প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি, বরং ধীরগতিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা দুঃখজনক। তাই শিক্ষার্থীদেরই এই পদক্ষেপ নিতে হয়েছে।”

হলের নাম পরিবর্তন-বিষয়ক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান জানান, “কমিটি থেকে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি।”

spot_img

সর্বশেষ

আরও সংবাদ